পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধ্যা 7 টা - COVID 19 Update India

ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে দেশ ও রাজ্যের কোরোনা পরিস্থিতি । এই মুহূর্তের বাছাই করা দশটি খবর একনজরে ।

Top news
দিনের সেরা খবর

By

Published : Jun 7, 2020, 7:20 PM IST

1. ভারতের উপর বাজি ধরার এখনই সেরা সময় : গৌতম আদানি

অর্থনৈতিক বৃদ্ধি সাম্প্রতিক কমে যাওয়া সত্ত্বেও আগামী কয়েক দশক ধরে গ্রাহক কেন্দ্র, উৎপাদন ও পরিষেবায় শীর্ষে থাকবে ভারত। এমনই বললেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।

2.সল্টলেকে মা-মেয়ের জোড়া মৃতদেহ উদ্ধার

সল্টলেকের B.E ব্লক থেকে মা ও মেয়ের জোড়া দেহ উদ্ধার ৷ মৃতেরা কলকাতা পুলিশের এক প্রাক্তন উচ্চপদস্থ আধিকারিকের আত্মীয় জানা গেছে ৷

3.কোরোনায় প্রথম মৃত্যু কলকাতা পুলিশে

ইতিমধ্যেই কোরোনায় আক্রান্ত হয়েছেন কলকাতা পুলিশের 160জন কর্মী ৷ অনেকে সুস্থ হলেও সক্রিয় রোগীর সংখ্যা কম নয় ৷ এরই মধ্যে গতকাল মৃত্যু হল কলকাতা পুলিশের এক কনস্টেবলের ৷

4. খুলছে শপিংমল, কী কী শর্ত মেনে ?

শপিংমলে ঢোকার মুখে হ্যান্ড স্যানিটাইজ়ার ও থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করতে হবে ৷ শুধুমাত্র সুস্থ ব্যক্তিদেরই প্রবেশের অনুমতি মিলবে ৷

5. শোপিয়ানে নিকেশ পাঁচ জঙ্গি

ফের উপত্যকায় গুলির লড়াই । জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে পাঁচ জঙ্গি নিকেশ করল নিরাপত্তা বাহিনী । গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ও কাশ্মীর পুলিশ এক যৌথ অভিযান চালায় শোপিয়ানে ।

6. দ্রুত ফলপ্রকাশে কর্মীসংখ্যা বাড়াচ্ছে PSC

বেশি সংখ্যক কর্মী নিয়ে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ PSC-র কাজ । বাকি ফলগুলি তাড়াতাড়ি প্রকাশের ইঙ্গিত পাওয়া যাচ্ছে । তবে নতুন কোনও পরীক্ষা এখনই হচ্ছে না ।

7.ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের ফলস সিলিং, আহত 3 পরিযায়ী শ্রমিক

পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা চলাকালীন ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের ফলস সিলিং ৷ দুর্ঘটনায় তিন পরিযায়ী শ্রমিক আহত হয়েছেন ৷

8.প্রিপেড গ্রাহকদের বিনামূল্যে ডিজ়নি+হটস্টারের VIP সাবস্ক্রিপশন জিও-র

এবার এক বছরের জন্য বিনামূল্যে ডিজ়নি+হটস্টারের VIP সাবস্ক্রিপশন পাবেন জিও-র প্রিপেড গ্রাহকরা । এই অফারের সুবিধা পেতে প্রিপেড গ্রাহকদের ন্যূনতম 401 টাকায় রিচার্জ করাতে হবে ।

9.হার্দিক দলে থাকলে ভারসাম্য বাড়বে, মত চ্যাপেলের

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে হার্দিক পান্ডিয়ার থাকা-না-থাকা পার্থক্য করে দিতে পারে। এমনই মত অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেলের।

10. 'ট্রিপল এক্স-টু' বিতর্ক নিয়ে মন্তব্য করলেন একতা

'ট্রিপল এক্স-টু'-এর একটি দৃশ্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক । এর জন্য সিরিজ়ের প্রযোজক একতা কাপুরের বিরুদ্ধে প্রথমে মুম্বইয়ের খার থানায় ও পরে গুরুগ্রামের পালম বিহার থানায় অভিযোগ দায়ের করা হয় । আর এবার এই বিতর্ক নিয়ে নীরবতা ভেঙে মন্তব্য করলেন একতা নিজেই ।

ABOUT THE AUTHOR

...view details