1. আমফানে রাজ্যে 1,02,442 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, জানাল কেন্দ্রীয় দল
আমফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পর প্রাথমিক রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় প্রতিনিধি দল । কেন্দ্রীয় দলের সদস্যরা যে তথ্য দিয়েছেন, সেই অনুযায়ী আমফানের জেরে রাজ্যে 1 লাখ 2 হাজার 442 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
2. ফি মকুবের দাবিতে রানিকুঠির বেসরকারি স্কুলের সামনে আবার বিক্ষোভ
অন্যান্য খাতে ফি মকুবের দাবিতে স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা । অভিযোগ, বারবার চিঠির মাধ্যমে স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও মেলেনি কোনও উত্তর । পুলিশ এসে অভিভাবকদের আশ্বস্ত করলে তাঁরা বিক্ষোভ উঠিয়ে নেন ।
3. কোরোনা রাজ্যের স্বাস্থ্য-দুর্বলতা স্পষ্ট করল
কোরোনা মোকাবিলায় রাজ্য সরকার কতটা সফল? ভিনরাজ্যে কাজ করা শ্রমিকদের বিষয়ে কেন্দ্র-রাজ্যের পদক্ষেপ কি সঠিক ? আত্মনির্ভর ভারত কতটা যুক্তিসঙ্গত ? আমফানের ত্রাণ ঠিক মতো বণ্টন হচ্ছে তো ? কী ভাবছে বামেরা ? খোলাখুলি আলোচনায় বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ও দীপঙ্কর বসু ।
4.লাদাখ ইশুতে চিনের সঙ্গে আলোচনা জারি থাকবে, জানাল ভারতীয় সেনা
আজ পূর্ব লাদাখের ভারত-চিন সীমান্তের চুশুল-মোলদোতে সেনা পর্যায়ে বৈঠক হয় । বৈঠক শেষে জানানো হয়েছে, সীমান্ত সমস্যা সমাধানে দুই দেশের আলোচনা জারি থাকবে ।
5.হাসপাতালে বেড নিয়ে কালোবাজারি হলে কড়া ব্যবস্থা : কেজরিওয়াল
হাসপাতালে বেড থাকার পরেও ফিরিয়ে দেওয়া হচ্ছে কোরোনা উপসর্গযুক্ত রোগীদের । দিল্লিতে এমন বেশ কিছু অভিযোগ সামনে আসছিল কিছুদিন ধরে ।