1. একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত , ইট্যালিকে টপকে বিশ্বে ষষ্ঠ স্থানে ভারত
ফের নতুন রেকর্ড । একদিনে কোরোনা আক্রান্ত হলেন 9,887 । মৃত্যু হয়েছে 294 জনের । আক্রান্তের নিরিখে ইতালিকে টপকে ষষ্ঠ স্থানে ভারত ।
2. ঝোড়ো হাওয়ার কারণে বিমানে ধাক্কা বিমানবন্দরে থাকা স্টেপ ল্যাডারের
আজ সকালে ঝোড়ো হাওয়ার কারণে স্পাইসজেটের একটি স্টেপ ল্যাডার ইন্ডিগোর বিমানে গিয়ে ধাক্কা মারে ৷ দুর্ঘটনায় দু'টিরই ক্ষতি হয়েছে বলে খবর ৷ স্পাইসজেটের তরফে বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হলেও ইন্ডিগো বা মুম্বই বিমানবন্দরের তরফে এখনও কিছু জানানো হয়নি ৷
3.সীমান্ত পরিস্থিতি নিয়ে আজ উচ্চ পর্যায়ের বৈঠকে ভারত-চিন
আজ লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে ৷ ভারত ও চিনের মধ্যে সীমান্ত রেখা বরবার তৈরি উত্তেজনা নিয়ন্ত্রণের জন্য এই বৈঠক করা হবে বলে জানানো হয় ৷
4. কোরোনা আক্রান্ত 6 ED আধিকারিক, সিল হল সদর দপ্তর
সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ছয় আধিকারিক কোরোনা আক্রান্ত বলে জানা যায় ৷ তাঁদের সংস্পর্শে আসায় অনেক আধিকারিককে কোয়ারানটিনে পাঠানো হয়েছে ৷ আপাতত বন্ধ রাখা হয়েছে ED-র হেডকোয়ার্টার ৷
5.আজ নবান্নের কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক
আজ দুপুরে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করবেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা । বিশেষ এই বৈঠকে রাজ্যের ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট তুলে দেবেন মুখ্য সচিব ।