পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 6, 2020, 3:02 PM IST

ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3 টে

কোরোনা আক্রান্তের নিরিখে ইট্যালিকে টপকে ষষ্ঠ স্থানে ভারত । দেশের কোরোনা পরিস্থিতিসহ বাছাই করা খবরগুলি একনজরে ।

Top news
দিনের সেরা খবর

1. একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত , ইট্যালিকে টপকে বিশ্বে ষষ্ঠ স্থানে ভারত

ফের নতুন রেকর্ড । একদিনে কোরোনা আক্রান্ত হলেন 9,887 । মৃত্যু হয়েছে 294 জনের । আক্রান্তের নিরিখে ইতালিকে টপকে ষষ্ঠ স্থানে ভারত ।

2. ঝোড়ো হাওয়ার কারণে বিমানে ধাক্কা বিমানবন্দরে থাকা স্টেপ ল্যাডারের

আজ সকালে ঝোড়ো হাওয়ার কারণে স্পাইসজেটের একটি স্টেপ ল্যাডার ইন্ডিগোর বিমানে গিয়ে ধাক্কা মারে ৷ দুর্ঘটনায় দু'টিরই ক্ষতি হয়েছে বলে খবর ৷ স্পাইসজেটের তরফে বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হলেও ইন্ডিগো বা মুম্বই বিমানবন্দরের তরফে এখনও কিছু জানানো হয়নি ৷

3.সীমান্ত পরিস্থিতি নিয়ে আজ উচ্চ পর্যায়ের বৈঠকে ভারত-চিন

আজ লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে ৷ ভারত ও চিনের মধ্যে সীমান্ত রেখা বরবার তৈরি উত্তেজনা নিয়ন্ত্রণের জন্য এই বৈঠক করা হবে বলে জানানো হয় ৷

4. কোরোনা আক্রান্ত 6 ED আধিকারিক, সিল হল সদর দপ্তর

সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ছয় আধিকারিক কোরোনা আক্রান্ত বলে জানা যায় ৷ তাঁদের সংস্পর্শে আসায় অনেক আধিকারিককে কোয়ারানটিনে পাঠানো হয়েছে ৷ আপাতত বন্ধ রাখা হয়েছে ED-র হেডকোয়ার্টার ৷

5.আজ নবান্নের কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

আজ দুপুরে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করবেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা । বিশেষ এই বৈঠকে রাজ্যের ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট তুলে দেবেন মুখ্য সচিব ।

6.আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের জেলায় হতে পারে ভারী বৃষ্টি ৷ জানিয়েছে আবহাওয়া অফিস ৷ আগামী সপ্তাহে রাজ্যজুড়ে বৃদ্ধি পাবে ঝড়-বৃষ্টি ৷

7.এদিক-ওদিকে যাঁরা মুখ খুলছেন, তাঁরা দল থেকে বেরিয়ে যেতে পারেন : মমতা

কয়েক দিন আগে তৃণমূলের বর্ষীয়ান নেতা সাধন পাণ্ডে আমফান পরবর্তী পরিস্থিতি নিয়ে দল বিরোধী মন্তব্য করেন । ব্যাপারটিকে ভালো ভাবে মেনে নেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সেই কথা গতকাল ভিডিয়ো বার্তায় বুঝিয়ে দিলেন তিনি ।

8.মূত্রথলিতে চার্জারের তার, অস্ত্রোপচারে বের করলেন চিকিৎসকরা

অসমের 30 বছরের এক যুবক যৌনতা সংক্রান্ত কারণে শরীরে প্রবেশ করিয়েছিলেন চার্জারের তার, ভুলবশত তা মূত্রথলিতে আটকে যায়। পরে চিকিৎসকদের সাহায্যে তা বের করা হয় ।

9.উদ্দাম নাচ, কোলাকুলি; সামাজিক দূরত্ব শিকেয় তুলে জমিয়ে জয় উদযাপন

কোরোনা আতঙ্ককে ছাপিয়ে গেল ট্রফি জয়ের আনন্দ ৷ সংক্রমণ ঠেকাতে কোনও নির্দেশিকাই মানা হল না ৷ ঠিক আগের মতোই একে অপরকে জড়িয়ে ট্রফি জয়ের আনন্দে মেতে উঠলেন ফুটবলাররা ৷ সঙ্গে চলল উদ্দাম নাচ ৷

10.আরও 220 জন শ্রমিককে বাড়ি ফেরালেন সোনু, দেখে নিন ভিডিয়ো

220 জন শ্রমিককে বাড়ি ফেরালেন সোনু সুদ । মুম্বইয়ের ওয়াডালা থেকে 6 টি বাসের ব্যবস্থা করে শ্রমিকদের নিজেদের বাড়ি পৌঁছে দিলেন তিনি । দু'টো বাস গেল উত্তরাখণ্ড, একটা বাস গেল তামিলনাড়ু আর তিনটি বাস পৌঁছল উত্তরপ্রদেশে । শ্রমিকদের রওনা করতে পৌঁছলেন স্বয়ং সোনু সুদ ।

ABOUT THE AUTHOR

...view details