পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - ভারতে কোরোনা ভাইরাসের খবর

দিনের বাছাই করা দশটি খবর একনজরে ।

Top news
দিনের সেরা দশটি খবর

By

Published : Jun 5, 2020, 9:02 PM IST

1. একদিনে সর্বোচ্চ, রাজ্যে কোরোনা আক্রান্ত 427

এপর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্ত রাজ্যে । গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনায় আক্রান্ত হল 427 জন । এর জেরে সাত হাজার পেরোল রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা ।

2.মিনাখাঁয় বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিনিধি দল

স্থানীয় প্রশাসনের তরফে সঠিকভাবে সাহায্য করা হচ্ছে না । তাদের জন্য যথাযথ ব্যবস্থা করা হোক । এই দাবিতে আজ কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে বিক্ষোভ দেখালেন আমফান বিধ্বস্ত মিনাখাঁর বাসিন্দারা ।

3.মাস্ক না পরায় মারধর পুলিশের, মিনিয়াপোলিসের স্মৃতি ফিরল যোধপুরে

অ্যামেরিকার মিনিয়াপোলিসে পুলিশি হেপাজতে জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে উত্তাল বিশ্ব । এবার শুধুমাত্র মাস্ক না পরায় যোধপুরের রাস্তায় এক ব্যক্তিকে বেধড়ক মারধর করলেন পুলিশকর্মীরা । ওই ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে পুলিশ । পুলিশের এই মারধরের দৃশ্য উসকে দিল মিনিয়াপোলিসের ঘটনা ।

4. 15 দিনে পরিযায়ী শ্রমিকদের নিজ রাজ্যে ফেরাতে নির্দেশ সুপ্রিম কোর্টের

লকডাউনের জেরে ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের নিজের রাজ্যে ফেরাতে 15 দিনের সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট । প্রতিটি পরিযায়ী শ্রমিকের রেজিস্ট্রেশন করার নির্দেশও দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে।

5.কোরোনায় আক্রান্ত দাউদ ইব্রাহিম

কোরোনায় আক্রান্ত দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী মেহজ়াবিন । সংবাদ সংস্থা সূত্রে এই খবর পাওয়া গেছে । বর্তমানে করাচির এক সেনা হাসপাতালে ভরতি রয়েছে সে । ইতিমধ্যেই তার পরিচারক ও পরিচারিকা সহ নিরাপত্তারক্ষীদের কোয়ারানটিনে পাঠানো হয়েছে ।

6. সরকারি কর্মীকে জুতোপেটা BJP নেত্রী সোনালি ফোগাতের

এক সরকারি কর্মীকে জুতো দিয়ে মারতে দেখা গেল BJP নেত্রী সোনালি ফোগাতকে । হরিয়ানার হিসার এলাকার ঘটনা । ইতিমধ্যেই সেই ঘটনার ভিডিয়োটি ভাইরাল হয়েছে ।

7."জর্জের যন্ত্রণা অনুভব করতে চাই", নিজেদের পিছমোড়া করে বাঁধলেন প্রতিবাদকারীরা

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে পিছমোড়া করে বেঁধেছিলেন ওই পুলিশকর্মী । তাঁর ঘাড়ের উপর হাঁটু দিয়ে চেপে ধরেছিলেন । গতকাল সিয়াটেলে একদল আন্দোলনকারী নিজেদের পিছমোড়া করে বাঁধলেন । বললেন, তাঁরাও জর্জের যন্ত্রণা অনুভব করতে চান ।

8.এক বছরের জন্য কোনও নতুন প্রকল্প নয় : কেন্দ্রীয় অর্থমন্ত্রী

আগামী এক বছরের জন্য নতুন কোনও সরকারি প্রকল্প নয় ৷ জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ ব্যয়ের ক্ষেত্রে আরও জোরদার পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানানো হয় অর্থমন্ত্রকের তরফে ৷

9.ক্লাব বিক্রি করে ISL-এ নয়, বললেন ইস্টবেঙ্গল সচিব

ISL খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করতেই লাল হলুদ সচিব বলেছেন, "অন্য ক্লাব খেলছে বলেই আমাদের তার পিছন ধরতে হবে এমন কোনও মানে নেই। মোহনবাগান ISL খেলছে বলেই আমাদের সদস্য সমর্থকরা বিষয়টি নিয়ে এত শব্দ খরচ করছেন‘।"

10.কোরোনা মুক্ত বনি কাপুরের তিন কর্মচারী

কয়েক সপ্তাহ আগে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন বনি কাপুরের বাড়ির তিন কর্মচারী । এই খবর বনি নিজেই জানান একটি বিবৃতির মাধ্যমে । তবে সুখবর এল আজ, তাঁদের তিন কর্মচারীই কোরোনা মুক্ত ।

ABOUT THE AUTHOR

...view details