পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3 টে - Norms to follow in Religious places

একদিনে প্রায় দশ হাজার সংক্রমিত । দেশের কোরোনা পরিস্থিতি আরও জটিল হচ্ছে । দেশের কোরোনার আপডেটসহ সেরা দশটি খবর একনজরে ।

Top news
দিনের সেরা দশটি খবর

By

Published : Jun 5, 2020, 3:03 PM IST

1. এক বছরের জন্য কোনও নতুন প্রকল্প নয় : কেন্দ্রীয় অর্থমন্ত্রী

বিভিন্ন প্রকল্পের অনুমোদন চেয়ে চাপ বাড়ছিল অর্থমন্ত্রকের উপর । এই পরিস্থিতিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়ে দিল, নতুন কোনও প্রকল্পের অনুমোদন এখন দেওয়া যাবে না ।

2. পাথরপ্রতিমা ও সন্দেশখালি পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল

চারটি দলের মধ্যে তিনটি দল রওনা দিয়েছিল হেলিকপ্টারে আর একটি যাচ্ছে সড়ক পথ ধরে । উত্তর 24 পরগনার সন্দেশখালির পাশাপাশি হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ ও হাসনাবাদের কয়েকটি এলাকাও পরিদর্শন করছেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা । এদিকে, দক্ষিণ 24 পরগনার নামখানা, কাকদ্বীপ, সাগর পরিদর্শন করছেন তাঁরা । সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা জানছেন ।

3. দেশে একদিনেই কোরোনা আক্রান্ত প্রায় 10 হাজার, মৃত্যুও সর্বাধিক

ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের সমস্ত পরিষেবা । খুলতে শুরু করেছে দোকানপাট । আর এরই সঙ্গে পাল্লা দিয়ে রেকর্ড হারে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যাও । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 9 হাজার 851 জন । যা দেশে একদিনে সংক্রমণের হারে সর্বোচ্চ ।

4. উত্তরপ্রদেশে ট্রাক-স্করপিও সংঘর্ষ, মৃত 9

রাজস্থান থেকে ফেরার পথে উত্তরপ্রদেশের প্রতাপগড়ে মৃত 9 ৷ পুলিশ ঘটনাস্থানে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷

5. ঝাড়গ্রামে খাবারের খোঁজে মাঝ রাস্তায় গাড়ি থামাল দাঁতাল

জঙ্গল ছেড়ে রাস্তায় গাড়ি থামিয়ে খাবারের সন্ধান চালাচ্ছে এক হাতি ৷ গতকাল বিকেলে খাবার না পেয়ে ঝাড়গ্রাম-বাঁকুড়া 5 নম্বর রাজ্য সড়কের উপর একটি গাড়িকে থামিয়ে কয়েকবার ধাক্কা দেয় ওই হাতিটি ৷ সামনে এসেছে তার ভিডিয়ো ৷ রাস্তায় বের হলেও কারও ক্ষতি করেনি হাতিটি ৷

6. রিলায়েন্স জিও-তে 9 হাজার 93 কোটি টাকা বিনিয়োগ করবে মুবাদালা

ফেসবুক, জেনারেল অ্যাটলান্টিক, সিলভার লেক ইত্যাদির মতো প্রতিষ্ঠানের পর এবার মুবাদালা ৷ তারা বিনিয়োগ করছে জিও-তে ৷ মুবাদালার এখন সম্পত্তির পরিমাণ 229 বিলিয়ন ডলার ৷

7. ধর্মীয়স্থানে প্রবেশে মানতে হবে কী কী নিয়ম

ধর্মীয়স্থানে কোনও প্রসাদ বিতরণ করা যাবে না ৷ পবিত্র জল ছেটানো যাবে না । এমনকী গানও গাওয়া যাবে না । পাশাপাশি জোর দেওয়া হয়েছে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার দিকে ৷ নির্দেশিকায় জানিয়েছে কেন্দ্রীয় সরকার ।

8. কেরালার সেই হাতি খুনের ঘটনায় গ্রেপ্তার 1

কেরালায় হাতি খুনের ঘটনায় গ্রেপ্তার করা হল একজনকে । গতকালই খুনের ঘটনায় অভিযুক্তদের সম্পর্কে নতুন তথ্য হাতে পেয়েছিল বনদপ্তর । এরপর আজ এই ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে । এমনটাই জানালেন কেরালার বনমন্ত্রী কে রাজু ।

9. ক্লাব বিক্রি করে ISL-এ নয়, বললেন ইস্টবেঙ্গল সচিব

ISL খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করতেই লাল হলুদ সচিব বলেছেন, "অন্য ক্লাব খেলছে বলেই আমাদের তার পিছন ধরতে হবে এমন কোনও মানে নেই। মোহনবাগান ISL খেলছে বলেই আমাদের সদস্য সমর্থকরা বিষয়টি নিয়ে এত শব্দ খরচ করছেন‘।"

10. কোরোনা মুক্ত বনি কাপুরের তিন কর্মচারী

কয়েক সপ্তাহ আগে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন বনি কাপুরের বাড়ির তিন কর্মচারী । এই খবর বনি নিজেই জানান একটি বিবৃতির মাধ্যমে । তবে সুখবর এল আজ, তাঁদের তিন কর্মচারীই কোরোনা মুক্ত ।

ABOUT THE AUTHOR

...view details