পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 4, 2020, 7:03 PM IST

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধ্যা 7 টা

ঘটে চলেছে একের পর এক ঘটনা । জর্জ ফ্লয়েড থেকে শুরু করে তাবলিগি জামাত সদস্যদের ব্ল্যাকলিস্টিং । দেখে নিন দিনের সেরা 10 টি খবর একনজরে ।

Top 10 news of the day
দিনের সেরা 10 টি খবর

1. ব্রিটেনের নেতৃত্বে ভার্চুয়াল গ্লোবাল ভ্যাক্সিন সামিটে অংশ নেবে ভারত

সম্মেলনের আয়োজকদের তরফে জানানো হয়েছে, ভারতের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা কোনও উচ্চপদস্থ ব্যক্তি লাইভ অংশ নেবেন । কিংবা একটি রেকর্ড করা ভিডিয়ো বার্তা পাঠাবেন । অন্যান্য 35টি দেশের প্রধানও এই সামিটে বার্তা পাঠাবেন বা লাইভ অংশ নেবেন । মূলত, ভবিষ্যৎ প্রজন্মকে ভ্যাক্সিন দ্বারা সুরক্ষিত করার কথা মাথায় রেখে অন্তত 7.4 বিলিয়ন অ্যামেরিকান ডলার ‘গাভি’-তে বিনিয়োগই লক্ষ্য । রাষ্ট্রসংঘ সমর্থিত ‘গাভি’ বিশ্বে ভ্যাক্সিন সমন্বয় করে ।

2. কাল দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক মমতার, উঠতে পারে ফিরহাদ-সাধন তরজার প্রসঙ্গ

আমফান পরবর্তী কলকাতার পরিস্থিতি নিয়ে দিন কয়েক আগে কলকাতা পৌরনিগমের ভূমিকাকে কটাক্ষ করেছিলেন সাধন পান্ডে। এনিয়ে ইতিমধ্যেই দলে চাপান-উতোর শুরু হয়েছে । আগামীকালের বৈঠকে এই ইশুতে দলীয় বিধায়কদের সঙ্গে কথা বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

3.কোরোনায় আক্রান্ত দেহরক্ষী, সপরিবারে কোয়ারানটিনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দেহরক্ষী কোরোনা আক্রান্ত হয়েছেন । সেকারণে, কল্য়াণবাবুকে তাঁর পরিবার-সহ কোয়ারানটিনে পাঠানো হল ।

4.প্রতিদিনই রেকর্ড সংখ্যক আক্রান্ত, 24 ঘণ্টায় দেশে সংক্রমিত 9,304

পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায়, মানুষজন রাস্তায় বের হওয়ায় কোরোনা সংক্রমণ আরও বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

5.দাসপুরে কোয়ারানটিন সেন্টারে বিষধর সাপের কামড় শ্রমিককে

কোয়ারানটিন সেন্টারে সাপের কামড় খেয়ে আহত পরিযায়ী শ্রমিক । প্রশাসনের তরফে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ । যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় BDO ।

6.টিউশন ছাড়া বাকি সব ফি মকুবের দাবিতে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের সামনে বিক্ষোভ

কোরোনার জেরে লকডাউন চলার কারণে কর্মহারা অনেক অভিভাবক । এই পরিস্থিতিতে বেসরকারি স্কুলের ফি মকুবের দাবি জানিয়েছেন অনেকেই । শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও বেসরকারি স্কুলগুলিকে মানবিক হওয়ার আবেদন জানিয়ছেন । এরই মধ্যে আজ ফি মকুবের দাবিতে বিক্ষোভ দেখালেন স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের অভিভাবকদের একাংশ ।

7.ব্ল্যাক লিস্টেড 2250 তাবলিগি জামাত সদস্য !

আগামী 10 বছর ভারতে প্রবেশ করতে পারবে না 2250 জন বিদেশি তাবলিগি জামাত সদস্য ।

8.চিনের প্রাইমারি স্কুলে 40 জনকে কোপাল ওই স্কুলের নিরাপত্তারক্ষীই

ওয়াংফু টাউন সেন্ট্রাল প্রাইমারি স্কুলের নিরাপত্তারক্ষী চাকু দিয়ে স্কুলের পড়ুয়া ও শিক্ষকদের কোপায় । 40জন জখম । তিনজনের অবস্থা আশঙ্কাজনক । নিরাপত্তারক্ষীকে আটক করেছে পুলিশ ।

9. চার বছরের কৌশলগত পরিকল্পনা ঘোষণা বিশ্ব অ্যাথলেটিক্স- এর

লকডাউন পরবর্তী সময়ে অ্যাথলেটিক্স কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চার বছরের নতুন কৌশলগত পরিকল্পনা ঘোষণা করল বিশ্ব অ্যাথলেটিক্স । একইসঙ্গে দেওয়া হল অলিম্পিকে যোগ্যতা নির্ণয়কারী আপডেট।

10. প্রয়াত পরিচালক বাসু চট্টোপাধ্যায়

প্রয়াত বাসু চট্টোপাধ্যায় । 93 বছর বয়সে পরলোকে পাড়ি দিলেন এই সুপরিচিত চলচ্চিত্র পরিচালক । PTI সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

ABOUT THE AUTHOR

...view details