পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 11 টা - top 11 am

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

ছবি
ছবি

By

Published : Aug 7, 2020, 11:02 AM IST

1)একদিনে ফের সর্বোচ্চ সংক্রমণ, আক্রান্ত 62 হাজার 538

দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 20 লাখ 27 হাজার 74 । অন্ধপ্রদেশ, কর্নাটক, উত্তরপ্রদেশ ও দিল্লিতে কোরোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক লাখের গণ্ডি ।

2)কোরোনায় মৃত্যু পানিহাটির পৌরপ্রশাসকের

প্রয়াত পানিহাটির পৌরপ্রশাসক স্বপন ঘোষ ৷ কোরোনায় মৃত্যু হয় তাঁর ৷ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ৷

3)অনুপ্রবেশ করেছিল চিনের সেনা ? প্রতিরক্ষা মন্ত্রকের সাইট থেকে উধাও নথি

লাদাখের সীমান্ত সংঘর্ষে চিনের সেনা যে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করেছিল, তার প্রমাণ হিসেবে এটিই প্রথম সরকারি নথি । এরপর জল্পনা আরও বাড়ে যখন আজ সকালে দেখা যায়, ওই লিঙ্কে ক্লিক করার পরেও কোনও কাজ করছে না ।

4)CAG পদে গিরিশচন্দ্র মুর্মু, শনিবার শপথ

গিরিশচন্দ্র মুর্মুকে দেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনেরাল (CAG) পদে নিযোগ করা হল ৷ বুধবারই জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল পদে তিনি ইস্তফা দেন ৷ জম্মু-কাশ্মীরের নয়া উপ-রাজ্যপাল হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহা ৷

5)অ্যামেরিকায় 45 দিনের মধ্যে নিষিদ্ধ হচ্ছে টিকটক, জারি নির্দেশিকা

টিকটকের পাশাপাশি মেসেজিং অ্যাপ উই চ্যাটও নিষিদ্ধ করার কথা একটি নির্দেশিকায় জানিয়েছেন ট্রাম্প । 45 দিনের মধ্যে এই নির্দেশিকা কার্যকর হবে ।

6)কোরোনিল নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, পতঞ্জলিকে 10 লাখ জরিমানা আদালতের

পতঞ্জলি থেকে দাবি করা হয়, তাদের তৈরি কোরোনিল সেবন করলে কোরোনার বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবে ৷ শুধু তাই নয়, পতঞ্জলি থেকে দাবি করা হয়, কোরোনা আক্রান্ত ব্যক্তিও এই ওষুধ খেলে মাত্র 7 দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন ।

7)ভারতে সুবিচার কি ব্যাহত হচ্ছে ?

বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে খ্যাত ভারতের পরিস্থিতি একেবারে উলটো ৷ ফৌজদারি বিচার ব্যবস্থায় সংস্কার এবং প্রামাণ্য আইন, উদ্ভাবনী বিচার পদ্ধতি এবং আইনি কার্যক্রমে প্রযুক্তিগত অগ্রগতি প্রবর্তন করতে পারলে, তবেই সকলের জন্য ন্যায়বিচার সুনিশ্চিত হবে ৷ এটা দশকের পর দশক ধরে চলা দুর্নীতির মামলার অবসান ঘটাবে ৷ আর ভারতীয় রাজনীতিতে অপরাধের প্রবণতা হ্রাস করবে ।

8)নিমতায় সালিশি সভায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, জখম একাধিক

কয়েকদিন আগে এলাকার এক যুবতিকে ধর্ষণের অভিযোগ ওঠে । এই ঘটনার মীমাংসার জন্য গতকাল সন্ধ্যায় তৃণমূল কাউন্সিলর শেখ নাজিমুদ্দিনের নেতৃত্বে সালিশি সভা বসে ।

9)10 দলের ISL এবছর সম্ভবত গোয়ায়

এবছর ISL-এ দলের সংখ্যা না বাড়ার সম্ভাবনাই স্পষ্ট। ফলে 10টি দলকেই দেখা যাবে ISL মঞ্চে ।

10)সুশান্ত মামলায় আজই রিয়াকে জিজ্ঞাসাবাদ করবে ED

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার সম্প্রতি CBI-এর কাছে গেছে । রিয়া চক্রবর্তী সহ ছ'জনের বিরুদ্ধে পুনরায় FIR দায়ের করেছে CBI । এদিকে রিয়াকে আজই জিজ্ঞাসাবাদ করববে ED ।

ABOUT THE AUTHOR

...view details