পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news
top news

By

Published : Oct 2, 2020, 7:02 PM IST

1. হাথরসে ঢুকতে বাধা তৃণমূলের প্রতিনিধি দলকে, ধস্তাধস্তিতে পড়ে গেলেন ডেরেক

হাথরসে ঢুকতে দেওয়া হল না তৃণমূলের প্রতিনিধি দলকেও । ধস্তাধস্তিতে পড়ে যান ডেরেক ও'ব্রায়েন ।


2. কৃষি আইনের সমর্থনে BJP-র মিছিল ঘিরে উত্তপ্ত বেলেঘাটা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

বেলেঘাটায় BJP-র বাইক মিছিল ঘিরে উত্তেজনা । পুলিশে মিছিলে বাধা দিলে গন্ডগোল শুরু হয় ।


3. কোরোনায় আক্রান্ত অনুপম হাজরা

অনুপম হাজরা বর্তমানে কলকাতার এক কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।


4. সমবায় ব্যাঙ্কগুলিতে কেলেঙ্কারির জন্য RBI দায়ী

RBI কর্মচারীদের কো-অপারেটিভ সোসাইটির প্রায় 200 কোটি টাকা সমবায় ব্যাঙ্কগুলোতে আটকে রয়েছে, আর কীভাবে সবকিছু ঠিক করা যাবে, তা নিয়ে রয়েছে ব্যাপক ধোঁয়াশা ।


5. "যারা কৃষকদের মাথায় হাত বুলিয়ে খেত, তাদের নিয়ে রাস্তায় নামছে বিরোধীরা"

"যারা দালাল, কৃষকদের মাথায় হাত বুলিয়ে খেত; তাদের নিয়ে রাস্তায় নামছে বিরোধীরা ।" কৃষি আইনের প্রতিবাদে বিরোধীদের বাড়তে থাকা বিক্ষোভকে এইভাবেই কড়া ভাষায় সমালোচনা করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

6. "কয়েক মাস অপেক্ষা করুন, 200 আসন নিয়ে রাজ্যে সরকার গড়ব"

BJP-র মিছিলটি আসানসোল স্টেশন থেকে শুরু হয়ে GT রোড হয়ে BNR মোড়ে শেষ হয় ।


7. "মাওবাদীদের কাঁধে বন্দুক রেখে ভোট করাতে চাইছে তৃণমূল", বিস্ফোরক লকেট

"তৃণমূলের উপর ভরসা করেছিল মানুষ, যে মাওবাদীদের শেষ করবে l কিন্তু আজকের সেই মাওবাদীদের কাঁধেই বন্দুক রেখে ভোট করতে চাইছে তৃণমূল l" পুরুলিয়ায় কৃষি আইনের সমর্থনে এক পদযাত্রায় নেতৃত্ব দিতে এসে এই মন্তব্যই করলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় ।


8. "লজ্জায় আমাদের মাথা নত হওয়া উচিত", বলরামপুরের ঘটনা প্রসঙ্গে প্রিয়াঙ্কা

ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা লেখেন, "আরও ভয়ানক খবর এল বলরামপুর থেকে । প্রতিটা ধর্ষণ শুধু একটা সংখ্যা নয় । একটা পরিবারকে এই ভয়ানক ঘটনাকে সঙ্গী করে বাঁচতে হবে । এই নৃশংস কাজগুলিকে সঙ্গী করেই আমাদের বাঁচতে হবে এবং লজ্জায় মাথা নত হওয়া উচিত যে আমরা আমাদের মহিলাদের রক্ষা করতে পারিনি ।"


9. 'বেগম জান'-এর পর ফের মুম্বইতে কাজ করছেন সৃজিত

মুম্বইয়ের একটি নতুন প্রোজেক্টে কাজ করছেন সৃজিত । স্বপনীল সোনাওয়ানের সঙ্গে যৌথভাবে কাজ করছেন তিনি । 'সেক্রেড গেমস', 'নিউটন', 'তাণ্ডব' ও 'অ্যাংরি ইন্ডিয়ান গডেস'-এর মত ছবি ও ওয়েব সিরিজ়ে সিনেম্যাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন স্বপনীল ।


10. হায়দরাবাদের বিরুদ্ধে বাউন্স ব্যাক করতে মরিয়া CSK

বর্তমানে তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে দুটি দলই পয়েন্ট টেবিলের একেবারে শেষ দিকে আছে ৷ যদিও টুর্নামেন্টে ফিরে আসার এখনও প্রচুর সময় আছে ৷ কিন্তু প্রথম দিকে কোয়ালিফায়ারে যোগ্যতা অর্জন করা সবসমই ভালো ৷

ABOUT THE AUTHOR

...view details