নেতাজি সুভাষচন্দ্র বসু ৷ এই নামটাই মনে করিয়ে দেয় দেশের জন্য আত্মত্যাগ, দেশকে স্বাধীন করার জন্য লড়াই, আদর্শ, দেশবাসীর উদ্দেশে তাঁর সেই বার্তা "তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব ৷"
2 "নেতাজির পরিকল্পনা কমিশনের ভাবনাকে নষ্ট করেছে", কেন্দ্রকে নিশানা মমতার
নেতাজির জন্মজয়ন্তীতে বিজেপিকে নিশানা মমতার৷ গেরুয়া শিবিরের প্রতি তাঁর কটাক্ষ, ‘‘নেতাজি দূরদর্শী ছিলেন৷ দেশ স্বাধীন হওয়ার আগেই তিনি পরিকল্পনা কমিশন এবং জাতীয় সেনাবাহিনীর ধারণা তৈরি করতে পেরেছিলেন৷ ওঁরা নেতাজিকে নিজেদের আদর্শ বলে দাবি করেন৷ অথচ নেতাজির পরিকল্পনা কমিশনের ভাবনাকে ওঁরা নষ্ট করে দিয়েছেন৷‘‘
3 চিন পদক্ষেপ না করলে সেনা সরাবে না ভারত : রাজনাথ
শুক্রবার রাজনাথ বলেন, ‘‘সেনা কমানোর কোনও প্রশ্নই ওঠে না ৷ সীমান্ত থেকে ভারত সেনা সরাবে না, যতক্ষণ না চিন কোনও পদক্ষেপ করছে ৷’’ প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, সীমান্তে দুই দেশের সেনা যখন মুখোমুখি দাঁড়িয়ে থাকে, সেই পরিস্থিতিতে, আলোচনার ক্ষেত্রে কোনও নির্দিষ্ট সময়সীমা থাকে না ৷
4 নির্বাচনের জন্য নেতাজির জন্মদিন পালন অবমাননাকর : ফিরহাদ
বিধানসভা নির্বাচনের আগে নেতাজিকে নিয়ে রাজনীতি করছে বিজেপি ৷ মন্তব্য রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের ৷
5 নেতাজির জন্মদিনে "স্বাধীন" হয়েছেন, সারাজীবন মনে রাখবেন বৈশালী
নেতাজির 125 তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ফেসবুকে একটি পোস্টও করেছেন বৈশালী ডালমিয়া৷ সেখানে তিনি নেতাজির ছবির সঙ্গে লিখেছেন, ‘‘স্বাধীনতা কেউ কাউকে দেয় না, স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়৷’’ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে স্বাধীন হয়েছেন৷ অন্তত এমনটাই মনে করছেন হাওড়ার বালির বিধায়ক বৈশালী ডালমিয়া৷ তাই এই দিনটিকে তিনি সারাজীবন মনে রাখতে চান বলে জানিয়েছেন৷