পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 9 টা - টপ 9 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news 9 am
টপ নিউজ় 9টা

By

Published : Nov 15, 2020, 9:01 AM IST

1. চিকিৎসায় সাড়া দিচ্ছেন না, লাইফ সাপোর্টে সৌমিত্র চট্টোপাধ্যায়

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক । যদিও, তাঁকে সুস্থ করে তোলার জন্য শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা । তবে, মিরাকল ছাড়া কোনও আশা দেখছেন না তাঁরা ।

2. যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে পাকিস্তানের হাইকমিশনারকে কড়া বার্তা ভারতের

ম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর পাকিস্তানি সেনার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানাল ভারত ৷ পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে কড়া ভাষায় এই ঘটনার নিন্দা করা হয়েছে ৷

3. আপনাদের আনন্দিত দেখলে আমার খুশি দ্বিগুণ হয়ে যায়, জওয়ানদের বললেন প্রধানমন্ত্রী

"আপনি তুষারাবৃত পাহাড়ে থাকতে পারেন বা মরুভূমিতে । কিন্তু আমার দীপাবলি সম্পূর্ণ হয়, যখন আমি আপনাদের কাছে আসি । আপনাদের মুখে যখন আনন্দ দেখি তখন আমার খুশিও দ্বিগুণ হয়ে যায় ।" রাজস্থানের জয়সলমেরের লোঙ্গেওয়ালায় ভারতীয় জওয়ানদের সঙ্গে দীপাবলির আনন্দ উদযাপনে যোগ দিতে এসে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

4. "যা বলতে হয় তা করতে নেই , যা করতে হয় তা বলতে নেই"

"আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, আর সবসময় থাকব । যা বলতে হয় তা করতে নেই । আর, যা করতে হয়, তা বলতে নেই । আমার মাথায় আছে কী করতে হবে ।" শুভেন্দুবাবু রামনগরের উন্নয়নমূলক কাজের বিষয়ে এই মন্তব্য করলেও, তাঁর এই মন্তব্যকে বর্তমান পরিস্থিততে বেশ ইঙ্গিতবহ বলেই মনে করছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা ।

5. দিলীপ ঘোষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বর্ধমান আদালতের

"টাকা না দিলে পুলিশে চাকরি হয় না।"2019 সালের 4 নভেম্বর, পূর্ব বর্ধমান জেলার রায়না সেহারাবাজারে BJP-র একটি জনসভায় এই মন্তব্য করেন দিলীপ ঘোষ ৷ তাঁর এই মন্তব্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার অনুমতি মঞ্জুর করেন CGM ।

6. জলপাইগুড়ি সংশোধনাগারে মাথা থেঁতলে বন্দীকে খুন

বিচারাধীন এক বন্দীকে মাথা থেঁতলে খুন করল আর এক বন্দী । ঘটনাটি জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের । মৃতের নাম ভোলা দাস (45) । ঘটনার পর সংশোধনাগার কর্তৃপক্ষের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছে মৃতের পরিবার ৷

7. "আসুন অভাবী লোকেদের হাত ধরি", দীপাবলিতে টুইট ধনকড়ের

রাজ্যবাসীকে দীপাবলি ও কালীপুজোর শুভেচ্ছা জানান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ টুইটে তিনি লেখেন, "সুখ ও আলোর এই উৎসব সব বাড়িতে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক ৷ "

8. কালীপুজোর রাতে দক্ষিণেশ্বরে নেই চেনা ভিড়

দক্ষিণেশ্বরের কালীপুজো নেই চেনা ছবি । কোরোনার কারণে এই বছর ভিড় অনেকটাই কম মন্দির চত্বরে । মাস্কের ব্যবহার এবং স্যানিটাইজ়েশনের উপর জোর দেওয়া হয় মন্দির কর্তৃপক্ষের তরফে । সামাজিক দূরত্ব মেনে পুজো দেওয়ার ব্যবস্থাও করা হয় দক্ষিণেশ্বরে ।

9. দিওয়ালির শুভেচ্ছা বার্সেলোনার

এদেশে বার্সেলোনা ফুটবল ক্লাবের অনুরাগীর সংখ্যাটা আনুমানিক 90 লাখের মতো । আর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভারতীয় অনুরাগীর সংখ্যাটা আরও বেশি । তাই আলোর উৎসব দিওয়ালিতে মেসি ও বার্সা ভক্ত সেইসব মানুষদের উদ্দেশে শুভেচ্ছা পাঠাল FC বার্সেলোনা ।

10. অসুস্থ সোহম চক্রবর্তী, ভরতি হাসপাতালে

সূত্রের খবর, GI ট্র‍্যাক্ট অর্থাৎ পেটের সমস‍্যা এবং ইউরিনারি ট্র‍্যাক্টে সংক্রমণ হওয়ায় হাসপাতালে ভরতি করা হয়েছে সোহমকে । তবে তাঁর শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটা উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details