1. কর্নাটক থেকে ধৃত লস্কর জঙ্গি, যোগাযোগ ছিল তানিয়া পারভিনের সঙ্গে
জঙ্গি বিরোধী অভিযানে বড় সাফল্য পেল NIA । আজ সকালে কেন্দ্রীয় তদন্তকারী দলের কলকাতা শাখার গোয়েন্দারা লস্কর-ই-তইবার এক জঙ্গিকে কর্নাটক থেকে গ্রেপ্তার করেন । ধৃত ইদ্রিস নবি জঙ্গি সংগঠনের জন্য অর্থ সংগ্রহের কাজ করত বলে প্রাথমিকভাবে জানা গেছে ।
2. রাজ্যে আতসবাজি নিষিদ্ধই, বাজি ব্যবসায়ীদের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের
আতসবাজি নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেছিলেন বাজি ব্যবসায়ীরা । আজ তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ।
বিধিনিষেধের লক্ষণরেখায় বেঁধে যাত্রীদের লোকাল ট্রেন পরিষেবা পাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে । বারবার কোরোনা সংক্রমণের প্রকোপ সম্পর্কে সতর্ক করা হচ্ছে । কিন্ত ভিড় হচ্ছে ঠিক আগের মতোই ।
4. হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিহার জয় NDA-র, একক বৃহত্তম দল RJD
NDA শিবিরকে প্রতিমুহূর্তে কাঁটায় কাঁটায় কট্টর দিয়েছে RJD-বাম-কংগ্রেসের মহাজোট ৷ তবে শেষ পর্যন্ত ম্যাজিক ফিগার পার করে যায় NDA শিবির ৷ এদিকে বিহারে একক দল হিসাবে সবথেকে বেশি আসন নিজেদের দখলে রাখন তেজস্বী যাদবের দল ৷ 75 টি আসন পেয়েছে RJD ৷
5. "বিহার বুঝিয়ে দিয়েছে সবার আগে উন্নয়ন", টুইট নরেন্দ্র মোদির
বিহারে ভোট গণনা পর্ব প্রায় শেষের দিকে ৷ চলছে হাড্ডাহাড্ডি লড়াই ৷ এরই মধ্যে টুইট নরেন্দ্র মোদির ৷ টুইটারে তিনি লেখেন, "বিহারের প্রতিটি ভোটার স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে, তাঁদের কাছে সবার আগে উন্নয়ন ৷"