1.গুরুঙের বিরুদ্ধে তামাং অনুগামীদের মিছিল দার্জিলিঙে
আজ সোনাদায় বিমল গুরুঙের বিরোধিতায় মিছিল করেন বিনয় তামাংয়ের অনুগামীরা । তাদের বক্তব্য, ক্ষমতার লোভেই গুরুং ফিরছেন । তাহলে আগে পাহাড়ে এত অশান্তি করলেন কেন ?
2.মণ্ডপে ঢুকে অঞ্জলি; সৃজিত, নুসরত, মহুয়াদের পাঠানো হতে পারে আইনি নোটিস
গতকাল সুরুচি সংঘের পুজোমণ্ডপে ঢুকে অঞ্জলি দিয়েছিলেন সৃজিত, মিথিলা, নুসরত ও নিখিল । এদিকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের একাধিক পুজো মণ্ডপে প্রবেশ করতে দেখা যায় তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রকে । তাঁর বিরুদ্ধেও নোটিস পাঠানো হবে বলে জানা গেছে ।
3."উৎসবে জওয়ানদের জন্য প্রদীপ জ্বালান", দেশবাসীর কাছে আবেদন প্রধানমন্ত্রীর
আজ "মন কি বাত"-এ বিজয়া দশমী ও দশেরার শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী । বলেন, এই উৎসবে সেনার জন্যও একটি প্রদীপ জ্বালাতে ।
4.দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেবে না সেনা: রাজনাথ
ভারত চায় চিন সীমান্ত উত্তেজনা শেষ হোক ৷ শান্তি বজায় থাকুক ৷ তা ছাড়া আমি নিশ্চিত আমাদের সেনাবাহিনী দেশের এক ইঞ্চি জমিও কাউকে নিতে দেবে না ৷ সেনার বীরত্বের কথা স্বর্ণাক্ষরে ইতিহাসে লেখা থাকবে ৷ আজ দার্জিলিঙের সুকনায় যুদ্ধ স্মৃতিসৌধে এসে সাংবাদিকদের একথা বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷
5.দেশে আরও কমল দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও
দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা 78 লাখ 64 হাজার 154 জন ৷ মোট মৃত্যু হয়েছে 1 লাখ 18 হাজার 534 জনের ৷