পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 9 টা - টপ 9টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

ছবি
ছবি

By

Published : Oct 3, 2020, 9:00 AM IST

1.আজ অটল টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ সকাল 10টায় অটল টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এটি বিশ্বের মধ্যে সবচেয়ে লম্বা টানেল । 9.02 কিলোমিটার এই টানেলটি মানালি ও লাহাউল-স্পিতি ভ্যালির মধ্যে সংযোগ করছে । আগে প্রতি বছর তুষারপাতের জেরে ছয় মাস বন্ধ থাকত এই ভ্যালি ।

2.হাথরসের ঘটনার প্রতিবাদে আজ রাজপথে মমতা

হাথরসের ঘটনার প্রতিবাদে আজ শহরে মিছিল করে প্রতিবাদ করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । বিকেল 4টেয় বিড়লা তারামণ্ডল থেকে গান্ধিমূর্তির পাদদেশ পর্যন্ত পদযাত্রা করবেন তিনি ।

3.চিকিৎসকদের পরমর্শে হাসপাতালে ভরতি ট্রাম্প

স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও নিজের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর টুইট করে জানিয়েছিলেন ট্রাম্প । এই খবর প্রকাশ্যে আসার পর থেকে তাঁদের দু'জনকেই বাইরে দেখা যায়নি । হোম কোয়ারানটিনে ছিলেন । এরপর গতকাল সন্ধেয় হেলিকপ্টারে করে ওয়াল্টার রিড হাসপাতালের উদ্দেশে রওনা দেন ট্রাম্প ।

4. কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো বন্ধ করতেই কৃষি আইনের বিরোধিতা তৃণমূলের : জয় বন্দ্যোপাধ্যায়

শুক্রবার কৃষি আইনের সমর্থনে BJP-র তমলুক সাংগঠনিক জেলার উদ্যোগে কোলাঘাটে একটি পথসভার আয়োজন করা হয় । সেখানে বক্তব্য রাখতে গিয়ে BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায় কৃষি আইন নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন ।

5.রয়েছে সংকট, 200-র বেশি চিকিৎসককে পোস্টিং না দিয়ে স্বাস্থ্যভবনে রেখে দেওয়ার অভিযোগ

রাজ‍্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠনের তরফে জানানো হয়েছে, এখানকার সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসকের অভাব রয়েছে ৷ কিন্তু 200-র বেশি চিকিৎসককে পোস্টিং না দিয়ে স্বাস্থ্য ভবনে রেখে দেওয়া হয়েছে ৷

6.দেশে কোরোনায় মৃতের সংখ্যা ছাড়াল 1 লাখ

একটি সংবাদসংস্থার পরিসংখ্যান অনুযায়ী, কোরোনায় গতরাত পর্যন্ত মৃত্যু হয়েছে 1 লাখ 768 জনের । মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 64 লাখ 64 হাজার 12 জন ।

7.বালুরঘাটে বাইক-মারুতির মুখোমুখি সংঘর্ষে মৃত 2

মারুতির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই মোটরবাইক আরোহীর । শুক্রবার রাতে ঘটনাটি ঘটে বালুরঘাটের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের মালঞ্চা এলাকার 512 নম্বর জাতীয় সড়কে ।

8.চিনে লিঙ্গচ্ছেদ, গ্রিসে পুড়িয়ে মারার বিধান: কোন দেশে ধর্ষণের সাজা কেমন ?

সভ্যতার ঘৃণ্যতম অপরাধ খুন ও ধর্ষণ ৷ অধিকাংশ দেশেই দু'ক্ষেত্রেই হয়ে থাকে সর্বোচ্চ সাজা ৷ ধর্ষণ প্রমাণ হলে ভারতে মৃত্যুদণ্ড অবধি সাজার বিধান রয়েছে ৷ আজীবন কারাদণ্ডও হতে পারে ৷ তবে, পৃথিবীর অনেক দেশেই ধর্ষণের সাজা হাড়হিম করা কঠিন ৷ কীরকম সেই সাজা?

9.হারের হ্যাটট্রিকের দিনেই কোটিপতি লিগে রেকর্ড ধোনির

ব্যক্তিগত কারণ এবার IPL খেলছেন না রায়না ৷ তিনি খেললে হয়ত ধোনির এই রেকর্ড ভাঙা সম্ভব হত না ৷ তবে মানুষটি ধোনি বলেই এই রেকর্ড ভাঙার খবরে খুশি রায়না ৷

10.মুক্তমঞ্চে পারফর্ম করার অনুমতি দিল সরকার, কী বলছে যাত্রাজগৎ ?

আগামী 1 অক্টোবর থেকে মুক্তমঞ্চে যে কোনও পারফর্মিং আর্ট পরিবেশন করার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই খবরে উচ্ছ্বসিত পশ্চিমবঙ্গের যাত্রাশিল্পীরা । এতদিন ধরে তাঁদের কাজ বন্ধ ছিল, কোনও আলোর দিশা পাচ্ছিলেন না তাঁরা । হঠাৎ করেই একটা আলোর ঝলক দেখে তাই কোমর বেঁধে লেগে পড়েছেন শিল্পীরা । মিটিং, লেখালেখি, রিহার্সাল সব শুরু করে দিয়েছেন তাঁরা ইতিমধ্যেই । খোঁজ নিল ETV ভারত সিতারা ।

ABOUT THE AUTHOR

...view details