পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 9 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS
TOP NEWS

By

Published : Aug 27, 2020, 9:00 AM IST

1. লাইভ : ফাঁকা বিমানবন্দর চত্বর, বন্ধ দোকানপাট

কোরোনা সংক্রমণে রাশ টানতে কয়েকটি নির্দিষ্ট দিনে লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার । ইতিমধ্যেই সেপ্টেম্বরেও লকডাউনের দিন ঘোষণা হয়েছে । সরকারের নির্দেশানুসারে আজও লকডাউনে বাংলা ।

2. কোরোনার চিকিৎসায় রাজ্যে চালু হচ্ছে 20টি প্লাজ়মা ব্যাঙ্ক

কলকাতায় সাতটি ও রাজ্যের অন্যান্য জেলায় মোট 13টি ব্লাড ব্যাঙ্ক অবিলম্বে চালুর জন্য নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর । প্রয়োজন হলে তবেই প্লাজ়মা থেরাপি হবে বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে ।

3. লোকাল ট্রেন চালু হলে বদলাবে নিয়ম, জানালেন শিয়ালদা DRM

সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আনলক-4 । এই পরিস্থিতিতে লোকাল ট্রেন ও মেট্রো রেল চালু হতে পারে বলে মনে করা হচ্ছে । পরিষেবা দেওয়ার জন্য সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছে রেল ।

4. লাইভ : দেশে সুস্থতার হার 76 শতাংশ

সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে আনলকের চতুর্থ পর্যায় । এই মুহূর্তে আনলক-3 এর প্রায় শেষ প্রান্তে দেশ । আক্রান্তের সংখ্যা 32 লাখ ছাড়িয়েছে । মৃতের সংখ্যা ছুঁতে চলেছে 60 হাজারের গণ্ডি । প্রায় প্রতিদিনই রেকর্ড হারে সংক্রমণ হচ্ছে দেশে ।

5. কলকাতায় কন্টেনমেন্ট জ়োনের সংখ্যা কমে 11

গত সপ্তাহে কলকাতায় কন্টেনমেন্ট জ়োনের সংখ্যা ছিল ২৯ । এক সপ্তাহের মধ্যে তা কমে হয়েছে ১১ ।

6. বিভিন্ন সরকারি হাসপাতালে 500 হাউজ় স্টাফ নিয়োগ করবে স্বাস্থ্য দপ্তর

সরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের তরফে গত কয়েক মাস ধরে চিকিৎসক নিয়োগের দাবি জানানো হচ্ছিল । সরকারি হাসপাতালগুলিতে যে 500 জন হাউজ় স্টাফ নিয়োগ করা হবে, তাঁদের মেয়াদ থাকবে একবছর ।

7. "আমরা ভিখারি নই"

কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে পঞ্জাব, রাজস্থান, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠকে বকেয়া GST দেওয়ার বিষয়ে আলোচনা হয় । সেই সময়ই মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ ও পঞ্জাবের মুখ্যমন্ত্রীরা কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন ।

8. টি-20'তে 500 উইকেট ডোয়েন ব্রাভোর

CPL-এ জোকসের রাখিম কর্নওয়ালকে আউট করে 500 উইকেটের মালিক হন ব্রাভো ।

9. নেই সচিন, সর্বকালের সেরা 10 ওয়ান ডে রেটিংয়ে ভারত থেকে একমাত্র বিরাট

তালিকাটি তৈরি করা হয়েছে ক্রিকেটারদের সর্বোচ্চ রেটিং পয়েন্ট অনুযায়ী ৷ তালিকার সবার উপরে আছেন ওয়েস্ট ইন্ডিজ় কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস ৷ তাঁর সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল 935 ৷ দ্বিতায় স্থানে আছেন পাকিস্তানের জাহির আব্বাস ৷

10. অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভরতি রণদীপ হুডা

মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন রণদীপ হুডা । সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা গিয়েছে । তবে তাঁর ঠিক কী হয়েছে, তা এখনও জানা যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details