পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 11 টা - top 11am

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

ছবি
ছবি

By

Published : Jul 26, 2020, 11:01 AM IST

1)দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 14 লাখ ছুঁইছুঁই

তামিলনাড়ুতে কোরোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল 2 লাখ । গত 24 ঘণ্টায় এরাজ্যে আক্রান্ত হয়েছে 6 হাজার 988 জন ।

2)ভারতের গর্ব ও বীরত্বের প্রতীক কার্গিল বিজয় দিবস : অমিত শাহ

এবার কার্গিল যুদ্ধের 21তম বর্ষ । কার্গিল যুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটিকে গর্বের প্রতীক বলে উল্লেখ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ।

3)কার্গিল যুদ্ধ : পাকিস্তানি সেনার অকথ্য অত্যাচারে শহিদ হন ক্যাপ্টেন সৌরভ কালিয়া

1999 সালে পাকিস্তানের হাত থেকে কার্গিল ছিনিয়ে এনেছিল ভারতীয় সেনা ৷ মাইনাস ডিগ্রি তাপমাত্রায় প্রকৃতির সঙ্গে লড়াই করে যুদ্ধ জয় সহজ ছিল না ৷ দেশের মাটি ছিনিয়ে আনতে খোয়াতে হয়েছিল তরতাজা সেনা জওয়ানদের প্রাণ ৷ ক্যাপ্টেন সৌরভ কালিয়া ও আরও পাঁচ ভারতীয় জওয়ানের উপর অকথ্য অত্যাচার করেছিল পাকিস্তানি সেনা ৷

4)কার্গিল জয়ে বোফর্স কামানের ভূমিকা

বোফর্স কামান । শব্দটার সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কিছু বিতর্ক । কিন্তু, বিতর্ক থাকলেও এই কামানের গুরুত্ব কোনওভাবেই অস্বীকার করা যায় না । কার্গিল যুদ্ধ জয়ে এই কামানের ভূমিকা আজও মেনে নিতে হয় ।

5)কার্গিল যুদ্ধে পরম বীর চক্র প্রাপ্ত সেনা জওয়ানরা

কার্গিল যুদ্ধ ৷ স্বাধীনতার পর ভারতের ইতিহাসে কার্গিল যুদ্ধ নিঃসন্দেহে অন্যতম সাফল্য ৷ 1999 সালের 26 জুলাই পাকিস্তানের কাছ থেকে কার্গিল ছিনিয়ে এনেছিল ভারতীয় সেনা ৷ বীর সেনা জওয়ানদের বলিদানের পরিবর্তে এসেছিল সেই জয় ৷ 1999-এর 3 মে ঘটনার সূত্রপাত ৷ যার শেষ হয় ওই বছর 26 জুলাই ৷ প্রতি বছর এই দিনটিকে স্মরণ করে কার্গিল বিজয় দিবস পালন করা হয় ৷

6)বিহারে বন্যায় ক্ষতিগ্রস্ত 10 লাখেরও বেশি, মৃত 7

ক্রমশ খারাপ হচ্ছে বিহারের বন্যা পরিস্থিতি ৷ উদ্ধারকাজে নেমেছে SDRF ও NDRF-এর 22টি দল ৷

7)আফগানিস্তানে রয়েছে 6,500 পাকিস্তানি জঙ্গি, বলছে রাষ্ট্রসংঘের রিপোর্ট

সম্প্রতি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের তরফে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গেছে, 6000-6500 জনের মতো পাকিস্তানি জঙ্গি আফগানিস্তানে রয়েছে । তাদের বেশিরভাগই TTP-র সদস্য ।

8)কোরোনামুক্তকে জোর করে রাস্তায় নামিয়ে দিল অ্যাম্বুলেন্স !

কয়েকদিন চিকিৎসার পর শুক্রবার বৃদ্ধের রিপোর্ট নেগেটিভ আসে । সেই রাতেই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয় । ওই হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে তাঁকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয় । কিন্তু মাঝ রাস্তায় তাঁকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ।

9)কোরোনা আক্রান্ত নন সৌরভ

সৌরভ গঙ্গোপাধ্যায়ের এর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় কয়েকদিন আগে কোরোনা আক্রান্ত হয়েছেন । CAB-র যুগ্ম সচিব একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন । এর কিছুদিন আগে তাঁর স্ত্রী কোরোনা আক্রান্ত হন । তাঁর শারীরিক অবস্থাও স্থিতিশীল ।

10)একসঙ্গে 'দিল বেচারা' দেখল সুশান্তের পরিবার

সুশান্ত সিং রাজপুত আর নেই আমাদের মধ্যে । কিন্তু, তাঁর কাজ, তাঁর অভিনয় অমর । দেশজুড়ে কোটি কোটি মানুষ গতকাল অর্থাৎ 24 জুলাই চোখে জল মুখে হাসি নিয়ে তাঁর শেষ ছবি 'দিল বেচারা' দেখেছেন । অভিনেতার বিহারবাসী পরিবারও তাঁদের মধ্যে অন্যতম । সুশান্তের খুড়তুতো দাদা নীরজ কুমার বাবলু সপরিবারে দেখলেন 'দিল বেচারা' ।

ABOUT THE AUTHOR

...view details