পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - আনলক 1

বিশ্বে সবচেয়ে বেশি কোরোনা সংক্রমিত 10টি দেশের তালিকায় অষ্টম স্থানে উঠে এল ভারত । সন্ধ্যায় প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত কোরোনা আক্রান্ত 1,85,398 । সুস্থ হয়েছেন 86 হাজারের বেশি সংখ্যক মানুষ ।

Top News @ 9 pm
টপ নিউজ় @ রাত 9 টা

By

Published : May 31, 2020, 9:01 PM IST

1. জার্মানিকে টপকে কোরোনা সংক্রমণের তালিকায় অষ্টম স্থানে ভারত

বিশ্বে সবচেয়ে বেশি কোরোনা সংক্রমিত 10টি দেশের তালিকায় অষ্টম স্থানে উঠে এল ভারত । সন্ধ্যায় প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত কোরোনা আক্রান্ত 1,85,398 । সুস্থ হয়েছেন 86 হাজারের বেশি সংখ্যক মানুষ ।

2. একদিনে 371 ! রেকর্ড সংক্রমণ রাজ্যে

শেষ 24 ঘণ্টায় রাজ্যে আট জন কোরোনায় সংক্রমিত হয়ে মারা গেছে বলে রাজ্য স্বাস্থ্যদপ্তরের তরফে জানানো হয়েছে ।

3. 30 জুন পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়, জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই বিষয়ে বলেন, “10জুন পর্যন্ত রাজ‍্যের সব কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার নির্দেশ ছিল । উপাচার্য পরিষদ 30জুন পর্যন্ত কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সুপারিশ জানায় । বিষয়টি নিয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী ও শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি । বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আবার কথা বলেছি । তাঁদের অনুরোধ মেনে নিয়ে 30 জুন পর্যন্ত কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগ বন্ধ থাকবে । তবে প্রশাসনিক বিভাগ 10জুন পর্যন্ত যেভাবে চলার ব্যবস্থা করা হয়েছিল সেইভাবেই তাঁরা ব্যবস্থা করবেন । তাঁরাই ঠিক করবেন কীভাবে প্রশাসনিক বিভাগ চলবে । কত সংখ্যক লোক কাজ করবেন ।”

4. 48 ঘণ্টার মধ্যে মহারাষ্ট্র-গুজরাত উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়

ইতিমধ্যেই কেরালা, কর্নাটক উপকূল, হায়দরাবাদ ও লাক্ষাদ্বীপে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে ৷ আগামী দু'দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

5. ঝাড়খন্ডে মাওবাদী হামলা, মৃত 2

মাওবাদীদের খোঁজে কড়াই কেল্লা এলাকায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ ও CRPF

6. কোরোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দরিদ্র ও শ্রমিকরা : প্রধানমন্ত্রী

আজ মন কি বাত-এর 65 তম পর্বে দেশবাসীর উদ্দেশে বার্তা দিতে গিয়ে কোরোনা নিয়ে সতর্ক করেন প্রধানমন্ত্রী । বলেন, "ধীরে ধীরে ছন্দে ফিরেছে দেশ । কোরোনার বিরুদ্ধে লড়াই জারি রয়েছে । "

7. প্যানডেমিকে বন্ধ হচ্ছে আগামী দিনে চাকরির দরজাও, বলছে রিপোর্ট

প্রতি 6 জন যুবক-যুবতির মধ্যে একজনের বেশি কাজ হারিয়েছেন । প্যানডেমিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুব সম্প্রদায় । ফেব্রুয়ারি থেকে যুব সম্প্রদায়ে বেকারত্বের হার দ্রুত বেড়েছে ।

8. পি এম কেয়ারস ফান্ড থেকে শ্রমিকদের কত সাহায্য, প্রশ্ন কংগ্রেসের

কপিল সিবলের বক্তব্য, শ্রমিকদের জন্য কোনও সুনির্দিষ্ট চিন্তাভাবনা নেই সরকারের ৷ বিশেষ করে দেশের এই সংকটকালীন পরিস্থিতিতে শ্রমিকদের যথাযথভাবে সাহায্য করেনি সরকার ৷

9. আকমলের আবেদন শোনার জন্য PCB-র বিচারক নিয়োগ

পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারক ফকির মহম্মদ খোখারকে নিয়োগ করল PCB ৷ তিনিই উমর আকমলের আবেদন শুনবেন ৷

10. 4 তারিখ বৈঠকের পরই শুটিং নিয়ে সিদ্ধান্ত, জানাল EIMPA

শর্তসাপেক্ষে সিনেমা, সিরিয়াল ও ওয়েব সিরিজ়ের শুটিংয়ে ছাড় দিয়েছে রাজ্য সরকার । 1 জুন থেকে অনধিক 35 জনকে নিয়ে কনটেনমেন্ট জ়োনের বাইরে শুটিং করা যাবে । তবে রিয়ালিটি শোয়ের শুটিং বন্ধ থাকবে বলে নবান্নের তরফে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয় । যদিও শুটিং শুরুর আগে অনেক প্রস্তুতি নিতে হবে বলে জানিয়েছেন EIMPA-র প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত ।

ABOUT THE AUTHOR

...view details