পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - top @ 9 pm

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top 9
top 9

By

Published : Jan 2, 2021, 9:00 PM IST

1.সৌরভের তিনটি আর্টারিতে ব্লক, বসানো হল স্টেন্ট

চিকিৎসকরা জানিয়েছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বয়স 48 বছর । তিনি একজন স্পোর্টসম্যান। তার উপর হেল্দি লাইফস্টাইল মেইনটেন করেন । এই রকম একজনের ক্ষেত্রে তিনটি আর্টারিতে ব্লক দুর্ভাগ্যজনক ।

2.সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা, সৌরভ-সাক্ষাতের পর বললেন মমতা

হাসপাতালে সৌরভের স্বাস্থ্যের খোঁজ নিতে আসেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও ৷ তিনি সৌরভের সঙ্গে কথা বলেন ৷

3.এবার জরুরি ক্ষেত্রে ব্যবহারের ছাত্রপত্র ভারত বায়োটেকের কোভ্যাকসিনকে

জরুরি ক্ষেত্রে ব্যবহারে ছাড়পত্র পেল ভারত বায়োটেকের কোভ্যাকসিন।

4."ভালো আছেন, দাদার অসংখ্য ভক্তের মতো আমিও আশ্বস্ত"

অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে হাসপাতালে এলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সৌরভের সঙ্গে দেখা করে সাংবাদিকদের তিনি বলেন, ’’ আমার মনে হয় আমার শারীরিক ভাষাই পরিষ্কার বলে দিচ্ছে, দাদা ভালো আছেন ৷ আমি তাঁর সঙ্গে কথা বলেছি ৷ দাদার অসংখ্য ভক্তের মতো আমিও আশ্বস্ত হয়েছি ৷"

5.কোরোনার নতুন স্ট্রেনে আক্রান্তের 20 জন সহযাত্রীর খোঁজ নেই, উদ্বিগ্ন কলকাতা পৌরনিগম

কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে রিপোর্ট পাঠিয়ে দেবে কলকাতা পৌরনিগম। এরপর রাজ্য স্বাস্থ্য দপ্তর যেমন নির্দেশ দেবে তেমনি কাজ করবে কলকাতা পৌরনিগম।

6.সাধারণতন্ত্র দিবসে ট্রাক্টর প্যারেডের ঘোষণা কৃষকদের, কেন্দ্রকে চরম হুঁশিয়ারি

কৃষকদের বিক্ষোভকে প্রশমিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে দুই দফায় কৃষকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে কেন্দ্র। আগামী সোমবার আরও একটা বৈঠক হওয়ার কথা। এখন দেখার সেই আলোচনায় কোনও সমাধান সূত্র বের হয় কি না !

7.কোরোনার ভ্যাকসিন বিজেপির তৈরি, আমরা নেব না : অখিলেশ

অখিলেশের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেন, "এই মন্তব্য আসলে চিকিৎসক ও বিজ্ঞানীদের অপমান করা।"

8.অনুশীলনে চোট পেলেন পূজারা, চিন্তায় ভারতীয় শিবির

অস্ট্রেলিয়া সফরে ভারত ইতিমধ্যে দুটি টেস্ট খেলে ফেলেছে। একটিতে হেরেছে। আর একটিতে জিতেছে। তৃতীয় টেস্ট সিডনিতে শুরু 7 জানুয়ারি থেকে। ইতিমধ্যে এই সিরিজে ভারতের একাধিক খেলোয়াড় চোট পেয়েছেন।

9.ডোনাকে ফোন, সৌরভের খোঁজ নিলেন শাহ

সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

10.পুরীর সৈকতে ছবি এঁকে সৌরভের আরোগ্য কামনা আন্তর্জাতিক শিল্পীর

পুরীর সমুদ্র সৈকতের বালিতে ছবি এঁকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করলেন আন্তর্জাতিক বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক । তিনি বলেন, "আমি মহাপ্রভু জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করছি, তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details