পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - top news @ 9 pm

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top9
top9

By

Published : Sep 29, 2020, 8:59 PM IST

1. পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়াতে স্থগিতাদেশ দিল না হাইকোর্ট

পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়ার উপর কোনও স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট ।


2. "পাখির চোখ" একুশের নির্বাচন, উত্তরবঙ্গের মন পেতে ফের উদারহস্ত মমতা

আজ উত্তরকন্যায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই দুই জেলার প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ।


3. এবার নতুন চ্যালেঞ্জ ক্যাট কিউ ভাইরাস, সতর্কবার্তা ICMR-এর

কোরোনার পর এবার ক্যাট কিউ ভাইরাস । এরও উৎপত্তি চিনেই । এই ক্যাট কিউ ভাইরাস এবার দেশেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ICMR-এর গবেষকরা ।


4. দু'সপ্তাহের লড়াই শেষ, দিল্লির হাসপাতালে মৃত্যু উত্তরপ্রদেশের গণধর্ষিতার

14 সেপ্টেম্বর ৷ দিল্লি থেকে প্রায় 200 কিমি দূরে উত্তরপ্রদেশের হাথরাস জেলার বাসিন্দা ওই যুবতি মা ও দাদার সঙ্গে প্রতিদিনের মতো ঘাস কাটতে গিয়েছিল ৷ সেই সময় চারজন পাশের একটি জমিতে নিয়ে গিয়ে তাঁর উপর নির্যাতন চালায় বলে অভিযোগ ৷


5. হাসিন জাহানকে ধর্ষণ ও খুনের হুমকি, এক সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব হাইকোর্টের

5 অগাস্ট রাম মন্দিরের ভূমিপুুুুজোর দিন হাসিন জাহান ফেসবুক, ইনস্টাগ্রামে হিন্দুদের অভিনন্দন জানিয়ে পোস্ট করেছিলেন ।



6. হাথরসের গণধর্ষণে নির্ভয়ার স্মৃতি, দিল্লিতে বিক্ষোভ ভিমসেনা ও মহিলা কংগ্রেসের

AIIMS-র সামানের রাস্তা অবরোধ করে আজ বিক্ষোভ দেখায় চন্দ্রশেখর আজ়াদের ভিম সেনা । "অভিযুক্তদের ফাঁসি দিন", স্লোগান ওঠে । বিজয় চকে বিক্ষোভ দেখায় মহিলা কংগ্রেস ।


7. IPL বেটিং চক্রে যোগ! আত্মহত্যার চেষ্টা পবিবারের

আজ সকালে ওই বাড়ির কাজে যাওয়ার সুবাদে বিষয়টি পথম পরিচারিকার নজরে আসে ৷ তড়িঘড়ি ওই চারজনকে স্থানীয় সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা ৷


8. কড়া নিরাপত্তায় পৌষমেলার মাঠে চলছে প্রাচীর নির্মাণ, চলছে বিক্ষোভও

গতকাল থেকে পৌষমেলার মাঠে শুরু হয় প্রাচীর নির্মাণের কাজ । নির্মাণকাজ শুরু হওয়ার পর "পৌষমেলার মাঠ বাঁচাও কমিটি"-র পক্ষ থেকে আন্দোলনের ডাক দেওয়া হয় । সেই মতো আজ সকাল থেকেই অবস্থান-বিক্ষোভ করছে তারা ।


9. "কৃষকদের অপমান", ইন্ডিয়া গেটে ট্রাক্টর পোড়ানো প্রসঙ্গে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, "এই যন্ত্রকে কৃষকরা পুজো করেন । ওঁরা সেই যন্ত্রেই আগুন ধরিয়ে কৃষকদের অপমান করেছেন ।"


10. মাদকচক্রের সক্রিয় সদস্য রিয়া ও সৌভিক, বম্বে হাইকোর্টে বলল NCB

গতকাল রিয়া ও সৌভিকের আবেদনের বিরোধিতা করে হাইকোর্টে হলফনামা পেশ করে NCB । সেই হলফনামায় দাবি করা হয়, "মাদক সেবন, পাচার ও সরবরাহের জন্য অর্থ প্রদান এবং সুশান্তের জন্য মাদকের জোগান দিতেন রিয়া ও সৌভিক । মাদক চক্রের সক্রিয় সদস্য তাঁরা । সমাজের উচ্চস্তরের ব্যক্তি এবং মাদক পাচারকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তাঁদের ।"

ABOUT THE AUTHOR

...view details