পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news @ 9 pm
টপ নিউজ় @ রাত 9টা

By

Published : Jul 29, 2020, 9:01 PM IST

1. আনলক 3 : বন্ধ হচ্ছে নাইট কারফিউ, খুলছে জিম

বন্ধ হচ্ছে নাইট কারফিউ । 5 অগাস্ট থেকে খুলবে জিম । তবে আগের মতোই বন্ধ থাকবে স্কুল, কলেজ ও সিনেমা হলগুলি ।

2. ক্লাস ফাইভ পর্যন্ত মাতৃভাষায় শিক্ষাদান : একনজরে নয়া শিক্ষানীতি

34 বছর পর এই প্রথম শিক্ষানীতিতে পরিবর্তন হল বলে আজ সাংবাদিক বৈঠকে জানান কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর ৷

3. "গেম চেঞ্জার", রাফাল অবতরণের মুহূর্তে টুইট অমিত শাহের

"ভারতীয় বায়ুসেনার জন্য এটি একটি ঐতিহাসিক দিন । ভারতের জন্য এক গর্বের মুহূর্ত এটা।" টুইটবার্তা অমিত শাহের ।

4. "রাষ্ট্রসুরক্ষাই ব্রত... " রাফালের অবতরণে প্রধানমন্ত্রী

"রাষ্ট্রের সুরক্ষাই পুণ্য, রাষ্ট্রের সুরক্ষাই ব্রত, রাষ্ট্রের সুরক্ষাই যজ্ঞ ।" আম্বালায় প্রথম পাঁচটি রাফাল যুদ্ধবিমান আসার পর টুইট প্রধানমন্ত্রীর ।

5. চিনকে বার্তা দিতে ভারত মহাসাগরে মোতায়ন বাড়াচ্ছে নৌসেনা

15 জুন পূর্ব লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত-চিন সংঘর্ষে শহিদ হয়েছিলেন 20জন ভারতীয় সেনা আধিকারিক ৷ তারপরই ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রথম সারির যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজের মোতায়েন বাড়াচ্ছে নৌসেনা ৷

6. মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম বদলে শিক্ষামন্ত্রক, অনুমোদন জাতীয় শিক্ষানীতি বদলেও

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম বদলে হল শিক্ষামন্ত্রক। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়। পাশাপাশি আজ মন্ত্রিসভায় পাশ হল নয়া জাতীয় শিক্ষানীতি (NEP)।

7. বকরি ইদে ছাড়, রাম মন্দির উদ্বোধনে লকডাউন কেন, প্রশ্ন রাহুলের

"রাজ্য সরকারের দৃষ্টি সাম্প্রদায়িকতায় ভরা ৷ বকরি ঈদে লকডাউনে ছাড় দেওয়া হচ্ছে, 5 অগাস্ট রাম মন্দিরের উদ্বোধনে কেন লকডাউন থাকবে ?" বললেন BJP-র সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহা ৷

8. লকডাউনে চা খেতে বেরিয়ে পুলিশের তাড়া খেয়ে নয়নজুলিতে ঝাঁপ যুবকের

চা খেতে রাস্তায় বেরিয়েছিলেন যুবক ৷ পুলিশ রাস্তায় টহল দিচ্ছিল ৷ পুলিশকর্মীদের দেখেই ভয়ে নয়ানজুলিতে ঝাঁপ দিলেন যুবক ৷

9. ডিজিটাল মাধ্যমে মোহনবাগান দিবস পালন

বুধবার রাত 12টায় নিউইয়র্কের বিখ্যাত টাইম স্ক্য়য়ারের ন্যাসডাক ডিজিটাল বিলবোর্ডে ভেসে উঠেছিল মোহনবাগানের ছবি । সেই ছবি সোশাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে । বুধবার সকালে মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু ও অর্থ সচিব দেবাশিস দত্ত ময়দানের গোষ্ঠ পালের মুর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান ।

10. সুশান্ত আত্মহত্যার তদন্ত হোক মুম্বইতে, সুপ্রিম কোর্টে আবেদন রিয়ার

বিহার নয়, রিয়া চক্রবর্তী চান সুশান্ত আত্মহত্যা মামলার তদন্ত হোক মুম্বইতে । যেখানে ইতিমধ্যেই প্রায় এক মাস ধরে চলছে এই তদন্ত । এই নিয়ে আজ সুপ্রিম কোর্টে একটি আবেদন জানান রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে ।

ABOUT THE AUTHOR

...view details