পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 9টা - top news @ 9 am

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news @ 9 am
টপ নিউজ় @ সকাল 9টা

By

Published : Nov 14, 2020, 9:02 AM IST

1. তপনে একই পরিবারে 5 জনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নমুনা সংগ্রহ

8 নভেম্বর(রবিবার) সকালে তপন ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের জামালপুর এলাকায় একই পরিবারের পাঁচ সদস্যের মৃতদেহ উদ্ধার হয় । এর মধ্যে চারজনের রক্তাক্ত মৃতদেহ ও একজনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ ।

2. আরও বেশি স্টলে 25 টাকা কিলো দরে আলু বিক্রির সিদ্ধান্ত রাজ্যের

এখন থেকে মোট 630টি স্টল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় 25 টাকা কেজি দরে আলু বিক্রি করা হবে।

3. শারীরিক অবস্থার অবনতি, হার্টের অবস্থা ভালো নয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের

সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসক বলেন, "ফের সৌমিত্রবাবুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে । পরিস্থিতি ভালো নয় । EEG করে দেখা গিয়েছে মস্তিষ্ক খুব সামান্য পরিমাণে কাজ করছে । তাঁর হার্টের অবস্থাও ভালো নয় । হার্টরেটও খুবই বেশি । যদিও এটা এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে ।"

4. মধ্যপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত 11

মধ্যপ্রদেশে শিবপুরী জেলায় একটি পিক আপ ভ্যান উলটে কমপক্ষে 11 জনের মৃত্যু হয়েছে ।

5. বারামুল্লায় ভারতীয় সেনার পালটা গোলাবর্ষণে নিহত 7-8 পাকিস্তানি সেনা

ভারতীয় সেনার গোলাবর্ষণে আরও 10-12 জন পাকিস্তানি জওয়ান জখম হয়েছে বলে খবর ৷ পাকিস্তানের আর্মি বাঙ্কার, ফুয়েল ডাম্পাস এবং লঞ্চ প্যাডও ভারতীয় সেনার গুলিতে ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা ৷

6.জঙ্গি টার্গেটে বাংলার রাজনৈতিক নেতারা, সতর্কবার্তা IB-র

আল-কায়েদার টার্গেট এখন বাংলার কয়েকজন রাজনীতিবিদ । IB থেকে এমনই সতর্কবার্তা পাঠানো হয়েছে বলে খবর .

7. রাজনীতিতে সংকীর্ণতা-ভেদাভেদ রয়েছে, কালীপুজোর উদ্বোধনীতে যোগ দিয়ে বললেন শুভেন্দু

গতকাল বাঁকুড়ায় ভারত সেবাশ্রম সংঘের কালীপুজো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী । পাশাপাশি বাঁকুড়া শহরের রবীন্দ্র সরণি, কলেজ মোড়, ধলডাঙা মোড় এবং পুয়াবাগান মোড়ে কালীপুজোর উদ্বোধন করেন তিনি ।

8. ভোট নিয়ে ট্রাম্পের অভিযোগ খারিজ নির্বাচন অফিসের

BBC-র রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার মার্কিন নির্বাচন কমিশন, হোমল্য়ান্ড সিকিউরিটি, ইলেকশন ইনফ্রাস্ট্রাকচার গভর্নমেন্ট কোঅরডিনেটিং কমিটি এবং অন্য় স্টেট অফিসিয়ালদের যৌথ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, 3 নভেম্বরের নির্বাচন মার্কিন ইতিহাসে সবচেয়ে নিরাপদে হয়েছে ৷

9. ফাওলারের চ্যালেঞ্জ সামলাতে তৈরি ইনমান

ভারতের সেরা লিগে খেলার উত্তাপ অনুভব করতে শুরু করেছেন ইনমান । 20 নভেম্বর ISL ও এটিকে মোহনবাগানের প্রথম ম্যাচ । দ্বিতীয় ম্যাচে এটিকে-মোহনবাগানের সামনে ইস্টবেঙ্গল । 27 নভেম্বর ডার্বি ঘিরে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে । ফুটবলাররা নিজের মতো করে চ্যালেঞ্জ সাজাচ্ছেন । সেই তালিকায় ব্র্যাড ইনমান রয়েছেন ।

10. মাদক মামলায় গ্রেপ্তার অর্জুন রামপালের বন্ধু

বার্টেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল অগিসিয়ালোস ডেমেট্রিয়েডসের । অর্জুনের বান্ধবী গ্যাব্রিয়েলার ভাই অগিসিয়ালোস । এছাড়া মাদক পাচারের সঙ্গেও তিনি যুক্ত বলে অভিযোগ । আর সেই সূত্র ধরেই বার্টেলের খোঁজ পায় তদন্তকারীরা । গতকাল তাঁকে জিজ্ঞাসাবাদ করে NCB । এরপর আজ মাদক যোগের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাঁকে । এই ঘটনায় এর আগে রিয়া চক্রবর্তী সহ প্রায় 20জনকে গ্রেপ্তার করেছে NCB ।

ABOUT THE AUTHOR

...view details