পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 9টা - top news at 9 am

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news at 9 am
টপ নিউজ় @ সকাল 9টা

By

Published : Nov 12, 2020, 8:59 AM IST

1. উন্নয়নের জয় হয়েছে, বিহারের ফলাফলে আরও কাজ করার শক্তি পাচ্ছি : প্রধানমন্ত্রী

বিধানসভা নির্বাচন ও বেশ কয়েকটি রাজ্যের উপনির্বাচনে BJP-র সাফল্যের পর দিল্লিতে BJP-র দফতরে বিজয়োৎসব অনুষ্ঠান পালিত হয় ৷

2. কোরোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই টেট উত্তীর্ণদের চাকরি, ঘোষণা মমতার

আজ নবান্নের সাংবাদিক বৈঠক মমতা বলেন, যাঁরা টেট পাশ করেছেন তাঁদের সবাইকে চাকরি দেওয়া হবে ৷ এছাড়া কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী ৷

3. ট্র‍্যাকিওস্টমি সফল, আজ প্লাজ়মাফেরেসিস হবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের

সফলভাবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ট্র‍্যাকিওস্টমি করলেন চিকিৎসকরা । এবার তাঁর প্লাজ়মাফেরেসিস করানো হবে বলে জানা গিয়েছে । চিকিৎসকরা আশা করছেন, প্লাজ়মাফেরেসিস করানো হলে বর্ষীয়ান এই অভিনেতার জ্ঞান ফিরবে, আগের মতো স্বাভাবিক হয়ে উঠবেন তিনি ।

4. নবান্নে মন্ত্রিসভার বৈঠকে গরহাজির শুভেন্দু-রাজীব, জোর চর্চা

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আসেননি চার মন্ত্রী ৷ শুভেন্দু অধিকারী যে অনুপস্থিত থাকবেন তা সবার জানা ৷ কিন্তু শুভেন্দুর পাশাপাশি গরহাজির রইলেন রাজীব বন্দ্যোপাধ্যায়ও ৷ এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ অন্যদিকে,কোরোনা সংক্রমণ থেকে সদ্য সুস্থ হয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বাড়িতে বিশ্রাম নিচ্ছেন ৷ রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব কোরোনা আক্রান্ত। ফলে এই দুজনকে নিয়ে প্রশ্ন না উঠলেও রাজীবের বিষয় দলকে ভাবাচ্ছে ৷

5. বিহারের ফলে উজ্জীবিত BJP-র এবার "পাখির চোখ" বাংলা

বিহার বিধানসভা নির্বাচনের জয় আত্ম বিশাবাস বাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের BJP শিবিরের । এদিকে অন্যান্য রাজনৈতিক দলের মতে পশ্চিমবঙ্গ নির্বাচনে BJP-র জয় সহজ হবে না । তবে AIMIM কাঁটা চিন্তা বাড়িয়েছে সবার । ইটিভি ভারতের এক্সক্লুসিভ রিপোর্ট ।

6. রাজ্য়ে চালু লোকাল ট্রেন, কতটা মানা হল স্বাস্থ্যবিধি ?

লোকাল ট্রেন ৷ শহর থেকে শহরতলি, গ্রাম থেকে শহরের লাইফ লাইন বলা চলে ৷ কোরোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল এই লোকাল ট্রেনের চাকা ৷ স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছিলেন নিত্য যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ ৷

7. পাহাড়-জঙ্গলমহলে অতিরিক্ত ব্যাটেলিয়ন, কেন্দ্রীয় বাহিনীর প্রতি নির্ভরতা কমানোর চেষ্টা?

নবান্নে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন পাহাড়ে নিরাপত্তায় তৈরি করা হবে গোর্খা ব্যাটেলিয়ন, জঙ্গলমহলের জন্য একটি ব্যাটেলিয়ান এবং কোচবিহারের জন্য নারায়ণী ব্যাটেলিয়ান তৈরি করা হবে।

8. আলো নিয়ে অসন্তুষ্ট হাবাস, এটিকে-মোহনবাগানের প্রস্তুতি ঘিরে অনিশ্চিতা

শুধু তাই নয়, ইন্ডিয়ান সুপার লিগে প্রথম ম্যাচ খেলতে নামার আগে এটাই ছিল সবুজ মেরুন ব্রিগেডের একমাত্র প্রস্তুতি ম্যাচ । কিন্তু বুধবার হঠাৎ করেই ওই প্রস্তুতি ম্যাচটি ঘিরে নিজের অনাগ্রহর কথা প্রকাশ করেন এটিকে-মোহনবাগানের স্প্যানিশ কোচ ।

9. জীবন থেকে অনুপ্রাণিত হয়ে বই লিখছেন সোনু, প্রকাশ্যে এল নাম

বই লিখছেন সোনু সুদ । এই লকডাউন চলাকালীন অসংখ্য মানুষকে সাহায্য করেছেন তিনি । সেই সব অভিজ্ঞতাকে একজোট করে বইটি লিখছেন তিনি । প্রকাশ্যে এল বইয়ের নাম, 'আই অ্যাম নো মসিআঁহ' (I Am No Messiah) ।

10. নাচের তালে অর্ণবকে স্বাগত জানালেন কঙ্গনা

অন্তর্বতীকালীন জামিন পেয়ে জেল থেকে বেরিয়েছেন অর্ণব গোস্বামী । এই খবরে খুব খুশি কঙ্গনা রানওয়াত । ভাইয়ের বিয়ের উপলক্ষে মঞ্চে উঠে নাচছিলেন অভিনেত্রী । অর্ণবের মুক্তিকেই উৎসর্গ করলেন তাঁর সেই নাচ ।

ABOUT THE AUTHOR

...view details