পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 12, 2021, 7:06 PM IST

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top
top

1 কৃষি আইনে স্থগিতাদেশ

কৃষি আইনে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের । পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় থাকবে বলে জানিয়েছে শীর্ষ আদালত । তিনটি কৃষি আইনের উপরেই এই স্থগিতাদেশ কার্যকর থাকবে । পাশাপাশি একটি কমিটিও গঠন করছে সুপ্রিম কোর্ট ।

2 সুপ্রিম কোর্টের স্থগিতাদেশকে স্বাগত জানিয়েও আন্দোলন জারি রাখার বার্তা কৃষকদের

সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন কৃষক নেতা রাকেশ টিকাইত৷ তিনি জানিয়েছেন, এই নিয়ে তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করবেন৷ তবে তাঁদের অবস্থান আন্দোলন চলতেই থাকবে যতদিন না এই আইন প্রত্য়াহার করে নেওয়া হচ্ছে৷

3 কৃষকদের মতামতকে গুরুত্ব না দিলে আন্দোলন থামবে না : অধীর চৌধুরি

কৃষকদের মতামতকে গুরুত্ব দেওয়া না হলে কৃষক আন্দোলন থামবে না ৷ দাবি লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরির ৷ তবে সুপ্রিম কোর্টের গঠন করা কমিটিতে কৃষকদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে কি না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি ৷ এছাড়া কেন্দ্রীয় সরকারকে ঔদ্ধত্য, গোঁয়ার, অহংকারের সরকার বলে আক্রমণ করেন ৷

4 মিছিলে অংশ নিতেই বিজেপি কার্যালয়ে শোভন-বৈশাখির ঘরে ফিরল নেমপ্লেট

সোমবার দক্ষিণ কলকাতায় গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত ব়্যালি করে বিজেপি৷ ওই ব়্যালির মূল আকর্ষণ ছিলেন শোভন ও বৈশাখি৷ আর তারই রাজ্য দপ্তরে তাঁদের জন্য বরাদ্দ ঘরের তালা খুলল৷ আর শোভন-বৈশাখির নেমপ্লেট আবার বসল৷

5 পাকিস্তান ও চিন, উভয় দেশই ভারতের চিন্তার : সেনাপ্রধান

সামনেই আর্মি ডে৷ তার আগে মঙ্গলবার সেনাবাহিনীর বার্ষিক সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়৷ সেখানে সেনা প্রধান এম এম নারাভানে জানিয়েছেন যে চিন ও পাকিস্তান, দুটি দেশই ভারতের জন্য চিন্তার ৷

6 কলকাতায় এল কোভিশিল্ডের 6.89 লাখ ডোজ়

16 জানুয়ারি থেকে দেশে শুরু হতে চলেছে জরুরি ভিত্তিতে কোরোনার টিকাকরণ । পুনে থেকে কলকাতায় এসে পৌঁছাল সেরাম ইনস্টিটিউটের তৈরি কোরোনার ভ্যাকসিন কোভিশিল্ড ৷ প্রথম দফায় কলকাতায় পৌঁছাল কোভিশিল্ডের 6.89 লাখ ডোজ় । আজই কলকাতা থেকে বিভিন্ন জেলায় ভ‍্যাকসিন বণ্টনের কাজ শুরু হবে ।

7 কাল থেকেই শুরু জেলায় ভ্যাকসিন পৌঁছে দেওয়ার কাজ

কাল থেকেই জেলায় জেলায় ভ্যাকসিন পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে ৷ জানালেন স্টেট হেলথ ওয়েল ফেয়ার অফিসার অসীম দাস মালাকার ৷ আজই স্পাইস জেটের বিমানে করে কলকাতায় আসে প্রায় 7 লাখ কোভিশিল্ড ভ্যাকসিন ৷ বিমানবন্দরে সংবাদমাধ্যমকে অসীম দাসমালাকার জানান, "সমস্ত নিয়মবিধি মেনে আমরা এই ভ্যাকসিন স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেব ৷"

8 সব অত্যাচার শেষ করে বিজেপি ক্ষমতায় আসবে : অর্জুন

সিপিআইএমের অনেক অত্যাচার, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক অত্যাচার হয়েছে, এবার সব অত্যাচার শেষ করে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে । বিজেপি সাংসদ অর্জুন সিং রানিগঞ্জে সংবাদ মাধ্যমে বলেন এ কথা । জিতেন্দ্র তিওয়ারির বিজেপিতে যোগদান প্রসঙ্গে তিনি বলেন,"এটা জিতেন্দ্র তিওয়ারি জানেন, উনি আসবেন কি আসবেন না, কবে আসবেন, সবটাই ওনার উপর নির্ভর করছে ।"

9 "রাবণের প্রশাসন"-কে দূর করে রামের সুশাসন আনার ডাক ভারতীর

বাংলা থেকে "রাবণের প্রশাসন"-কে দূর করে রামের সুশাসন আনুন ৷ দক্ষিণ 24 পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের গৌড়দহ জনসভা মঞ্চ থেকে এই ডাক দিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ ৷ আজকের সভায় রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পকে তৃণমূলের ভাঁওতাবাজি বলেন ভারতী ৷

10 অশ্বিনকে স্লেজিং করায় ক্ষমা চাইলেন অজি অধিনায়ক

ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন৷ সোমবার সিডনিতে রবিচন্দ্রন অশ্বিনকে স্লেজিং করার জন্য ক্ষমা চাইলেন তিনি৷ মঙ্গলবার এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি ক্ষমা চেয়েছেন৷ বলেছেন, "আমি একজন মানুষ৷ আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইছি৷"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details