পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা - সেরা দশটি খবর

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

Top NEWS
Top NEWS

By

Published : Dec 26, 2020, 7:06 PM IST

1. প্রকাশিত মাধ্যমিকের সূচি, 1 জুন শুরু পরীক্ষা

মাধ্যমিকের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হল পর্ষদের তরফে । 2021 সালের 1 জুন শুরু হবে পরীক্ষা । চলবে 10 জুন পর্যন্ত ।

2. পিছিয়ে গেল উচ্চমাধ্যমিকের শেষ দিনের পরীক্ষা, কারণ জানালেন শিক্ষামন্ত্রী

আদিবাসী সম্প্রদায়ের "হুল দিবস"-এর কারণে উচ্চমাধ্যমিকের 30 জুনের পরীক্ষা পিছিয়ে দেওয়ার প্রস্তাব। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে পরীক্ষা পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

3. তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণে রাজ্যকে সাহায্যে প্রস্তুত কেন্দ্র

তাজপুর সমুদ্র বন্দর নির্মাণে রাজ্য সরকার সাহায্য চাইলে, তা দিতে কেন্দ্র প্রস্তুত বলে জানালেন মোদী সরকারের মন্ত্রী। আজ এই মন্তব্য করেন বন্দর, জাহাজ ও জলপথ পরিবহণ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী মনসুখ মান্ডবীয়।

4. লম্বা দাড়ি রেখে হলুদ জামা পরলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না, মোদিকে আক্রমণ কাকলির

"কোনও রাষ্ট্রনেতা যদি অসদোপায়ে, উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যাচার করেন, তাহলে দেশের অকল্যাণ হয় । মনে রাখতে হবে লম্বা দাড়ি রেখে হলুদ জামা পরলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না । " আজ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে নাম না করে নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার ।

5. অধীরই জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, কংগ্রেস বিধায়কের টুইটে ক্ষোভ

পুরুলিয়ার বাঘমুন্ডির বিধায়ক নেপাল মাহাতো প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির ঘনিষ্ঠ বলেই পরিচিত। অনেকেই মনে করছেন প্রদেশ কংগ্রেস সভাপতির পক্ষ থেকেই এমন টুইট করানো হয়েছে। অধীর চৌধুরিকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে সামনে রেখে বিধানসভা নির্বাচন লড়াই করলে কংগ্রেসের ফল অপেক্ষাকৃত ভালো হবে বলে মনে করছে অধীর শিবির।

6. দেশের প্রথম চালকহীন মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের প্রথম চালকহীন মেট্রোর উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী । 28 ডিসেম্বর, সোমবার সকাল 11টায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনে জনকপুরী ওয়েস্ট থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত ভারতের প্রথম চালকবিহীন মেট্রো সার্ভিসের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি ।

7. আজ চেন্নাইন এফসির বিরুদ্ধে নামছে এসসি ইস্টবেঙ্গল

এফসি গোয়াকে হারিয়ে আত্মবিশ্বাসে তুঙ্গে দুবারের চ্যাম্পিয়ন চেন্নাইন এফসি ৷ শনিবার সেই চেন্নাই নামছে এখনও ইন্ডিয়ান সুপার লিগে জয় না পাওয়া এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৷

8. সোমেনের জন্মদিনে আমন্ত্রিত সব দলের নেতারা

৩১ ডিসেম্বর পালিত হবে সোমেন মিত্রের জন্মদিন। সোমেন মিত্রের জন্মদিনে রাজ্যের সবকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়েছেন সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র এবং ছেলে রোহন মিত্র। সোমেন মিত্রের জন্মদিনের অনুষ্ঠানে তাঁর নামে ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে। মুমূর্ষু রোগীর সেবায় অ্যাম্বুলেন্স দান করা হবে সোমেন মিত্রের পরিবারের পক্ষ থেকে।

9. রাহানের প্রশংসায় লক্ষ্মণ-ওয়ার্ন

দিন-রাতের ম্যাচে অ্যাডিলেড ওভালে 8 উইকেটে হারে ভারত ৷ মাত্র 36 রানেই শেষ হয়ে যায় ভারতের ব্যাটিং লাইনআপ ৷ টেস্ট ক্রিকেটের ইতিহাসে যা ভারতের সর্বনিম্ন স্কোর ৷

10. 'পাঠান'-এর প্রথম শিডিউলের শুটিং শেষ

শেষ হল 'পাঠান'-এর প্রথম শিডিউলের শুটিং । শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত এই ছবি নিয়ে অনুরাগীদের উৎসাহ তুঙ্গে ।

ABOUT THE AUTHOR

...view details