1. পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য প্রণব মুখোপাধ্যায়ের
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য ৷ গান স্যালুটে বিদায় জানানো হল দেশের 13 তম রাষ্ট্রপতিকে ৷
2. সকলকে সঙ্গে নিয়ে চলার দক্ষতা ছিল, প্রণব মুখোপাধ্যায়ের প্রশংসায় অমিত
গোটা দেশের জন্য এ এক গভীর দুঃখের সময় ৷ প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণের পর এক ভিডিয়ো বার্তায় একথাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ শোকবার্তায় তিনি বললেন, "পক্ষে হোক বা বিপক্ষে, নীতি-নির্ধারণে যে কোনও আলোচনা করার হোক বা নিজে কোনও নীতিনির্ধারণ করা হোক, প্রতিটি ক্ষেত্রে প্রণবদার অভিজ্ঞতা নজরে আসত ৷ সকলকে সঙ্গে নিয়ে চলার দক্ষতা ছিল। ক্ষমতায় থাকার সময়ও বিরোধীদের সঙ্গে ভারসাম্য বজায় রাখতেন। আবার নিজে বিরোধী থাকাকালীন গঠনমূলক কাজ থেকে দূরে থাকেননি।"
3. দুর্গাপুজোয় থাকবেন না পল্টুদা, মন খারাপ মিরাটির
অনেকেই বলছেন, তিনি আসা মানেই তাঁদের পুজো শুরু । কিন্তু, এবার পুজোতে তিনিই থাকবে না । তাই মন খারাপ মিরাটির বাসিন্দাদের ।
4. "পরিবারকে কখনই ভুলে যায়নি দাদা"
তিনি ভারতের মন্ত্রী ছিলেন ৷ রাষ্ট্রপতি ছিলেন ৷ ভারতের রাজনীতির একটি বিরাট অধ্যায়জুড়ে তাঁর কাজ ৷ কিন্তু তিনি ব্যক্তিগতভাবে ছিলেন প্রকৃত পারিবারিক ব্যক্তি ৷ রাজনৈতিক জীবনে দাদা যতই ব্যস্ত থাকুন না কেন পরিবারের সব সময় খেয়াল রাখতেন। তিনি আপনজনদের সবসময় খোঁজখবর রাখতেন । বললেন বোন স্বাগতা দাস মুখোপাধ্যায় ৷
5. ভারতীয় সীমানায় অনুপ্রবেশের চেষ্টা করেনি PLA, দাবি চিনা কূটনীতিকের
এর আগে ভারতীয় সেনা জানিয়েছিল, পূর্ব লাদাখের প্যাংগং এলাকায় স্থিতাবস্থা লঙ্ঘন করেছে PLA । লেকের দক্ষিণ দিক থেকে অনুপ্রবেশের চেষ্টা করে তারা ৷ তবে ভারতীয় সেনার তৎপরতায় সেই চেষ্টা সফল হয়নি । ঘটনাটি 29-30 অগাস্ট রাতের ৷