পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধ্যা 7 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

Top news @ 7 pm
টপ নিউজ় @ সন্ধ্যা 7 টা

By

Published : Aug 30, 2020, 7:04 PM IST

1. প্রিলিমিনারিতে ফেল করেছিলেন, WBCS-এ প্রথম ?

দুর্নীতির অভিযোগ ছিলই । এবার RTI-এ জানা গেল, 2017-য় WBCS পাস করা প্রশান্ত বর্মণ আদতে সেই সময় উত্তীর্ণই হননি প্রিলিমিনারি পরীক্ষায় ।

2. দুর্গানগরে অর্জুন সিং-এর মিছিল আটকাল পুলিশ

গত সপ্তাহে দুর্গানগরেই BJP-র "চায়ে পে চর্চা" অনুষ্ঠানে তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ । তারই প্রতিবাদে আজ সকালে দুর্গানগর পোস্ট অফিস থেকে নিমতা থানা পর্যন্ত মিছিল করে ডেপুটেশন দেওয়ার কথা ছিল । সেই মিছিল শুরুর আগেই পুলিশ তা আটকে দেয় ।

3. দেশীয় খেলনা শিল্পে জোর দিতে হবে, "মন কি বাত"-এ বললেন প্রধানমন্ত্রী

আজ প্রধানমন্ত্রী দেশবাসীকে মনে করিয়ে দেন, দেশের খেলনা শিল্প আন্তর্জাতিক স্তরে পৌঁছাতে পারে । সেই দক্ষতা ভারতের রয়েছে । কিন্তু তার জন্য দেশীয় খেলনা শিল্পগুলিকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন ।

4. "খিলোনে পে চর্চা" নয়, "পরীক্ষা পে চর্চা" চেয়েছিল পরীক্ষার্থীরা : রাহুল

কোরোনা পরিস্থিতিতে কীভাবে পরীক্ষাকেন্দ্রে যাবে তা নিয়ে চিন্তায় পরীক্ষার্থীরা । দেশের একাধিক রাজ্যে গণপরিবহন ব্যবস্থা এখনও পর্যাপ্ত নয় । পরীক্ষাকেন্দ্রে কীভাবে পৌঁছাবে, তা নিয়েও চিন্তার শেষ নেই পরীক্ষার্থীদের । কিন্তু আজ সেই বিষয়ে বিশেষ কিছুই বলতে দেখা গেল না প্রধানমন্ত্রীকে ।

5. লকডাউন প্রত্যাহার করে সহযোগিতা করুন মুখ্যমন্ত্রী, আবেদন কৈলাসের

JEE ও NEET পরীক্ষা নিয়ে চরমে কেন্দ্র বনাম রাজ্যের সংঘাত । এই পরিস্থিতিতে পরীক্ষার আগে রাজ্যে লকডাউন প্রত্যাহার করতে মুখ্যমন্ত্রীকে আবেদন জানালেন BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় । শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ছাত্র স্বার্থের কথা ভেবেই লকডাউন প্রত্যাহার করে নিন মুখ্যমন্ত্রী । বন্দোবস্ত করুন পরীক্ষার । সহযোগিতা করুন সকলের সঙ্গে ।

6. বহরমপুরে দুই ভাইয়ের গলা কাটা দেহ উদ্ধার, আটক 5

বহরমপুরের কাঁঠালিয়ায় বিলের পাশে পাট খেত থেকে উদ্ধার দুই কিশোরের মৃতদেহ ৷ পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে তাদের ৷ পুলিশের প্রাথমিক অনুমান, বিলে মাছ ধরাকে কেন্দ্র করে বিবাদের জেরেই খুন ৷

7. ফুসফুসের সংক্রমণের চিকিৎসা চলছে, এখনও কোমায় প্রণব মুখোপাধ্যায়

এখনও গভীর কোমায় ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন প্রণব মুখোপাধ্যায় ৷

8. টলিউডে অভিনয়ের সুযোগ দেওয়ার নামে আর্থিক প্রতারণা, গ্রেপ্তার 2

সিরিয়াল-সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ ৷ গ্রেপ্তার দুই অভিযুক্ত ৷ আজ তাদের আলিপুর আদালতে তোলা হবে ৷

9. পিসির বাড়িতে ডাকাতি, পিসেমশাই খুন; এটাই কি রায়নার দেশে ফেরার কারণ?

তড়িঘড়ি আরব আমিরশাহী থেকে দেশে ফিরে এসেছেন সুরেশ রায়না ৷ খেলবেন না IPL ৷

10. আজ ফের রিয়া ও তাঁর ভাইকে জিজ্ঞাসাবাদ CBI-এর

সুশান্তের মৃত্যু মামলায় আজ ফের রিয়া চক্রবর্তীকে তলব করে CBI । তলব পেয়ে সকাল 10টা নাগাদ ভাইয়ের সঙ্গে মুম্বইয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের যে অতিথিশালায় CBI-এর তদন্তকারী দলটি রয়েছে সেখানে হাজিরা দেন অভিনেত্রী ।

ABOUT THE AUTHOR

...view details