পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ বিকেল 5 টা - top news at 5 pm

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top-news-at-5-pm
top-news-at-5-pm

By

Published : Dec 14, 2020, 5:03 PM IST

1. আজ বিধায়ক পদ ছাড়বেন শুভেন্দু ?

মন্ত্রিত্বের পদ , এইচআরবিসি-র চেয়ারম্যানের পদ , হলদিয়া ডেভেলপমেন্ট বোর্ড থেকে ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী । যে কোনও সময় বিধায়কের পদ থেকেও ইস্তফা দিতে পারেন বলে শোনা যাচ্ছিল । শুধু ছিল সময়ের অপেক্ষা । আজ কি তাহলে সেই অপেক্ষা শেষ হতে চলেছে ? দাদার অনুগামী সূত্রে খবর , আজই তিনি পদত্যাগ করতে পারেন ।

2. জিতেন্দ্রকে ফোন ফিরহাদের, আগামীকাল বৈঠক

জিতেন্দ্র তিওয়ারি চিঠি নিয়ে ফের সরগরম রাজ্য-রাজনীতি । গতকাল পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমকে একটি চিঠি দেন তিনি । সেই চিঠি প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানিয়ে দেন এইভাবে চিঠির দেওয়া কারণ তাঁর জানা নেই । এরপরেই জিতেন্দ্র তিওয়ারিকে ফোন করে আগামীকালের বৈঠকে থাকার কথা বলেন ।

3. নিরাপত্তা বাড়ল কৈলাস বিজয়বর্গীয়র

ডায়মন্ডহারবার সফরে নাড্ডার কনভয়ে হামলায় ভাঙচুর করা হয়েছিল কৈলাস বিজয়বর্গীয়র গাড়ি । এবার বিজেপি নেতার নিরাপত্তা বাড়ানো হল ।

4. জলপাইগুড়ি পৌঁছালেন মমতা

জলপাইগুড়ি শহরে কর্মীসভা করবেন তৃণমূল নেত্রী । অন্যবার চা বলয়ে সভা করলেও এই বারই প্রথম জলপাইগুড়ি শহরের এবিপিসি মাঠে জনসভা করবেন তিনি ৷

5. "রাজনীতির কারণেই উন্নয়ন থেকে বঞ্চিত আসানসোল", ফিরহাদকে চিঠি জিতেন্দ্রর

পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে নালিশ করে চিঠি জিতেন্দ্র তিওয়ারির ৷ চিঠিতে তাঁর বক্তব্য, আসানসোল উন্নয়ন থেকে বঞ্চিত শুধুমাত্র রাজনীতির জন্যই ৷

6. ভাইপোকে কাটমানি না দিলে সরকারি তহবিল বরাদ্দ হয় না : কৈলাস বিজয়বর্গীয়

ফের একবার ভাইপো সম্বোধন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ৷ তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে সরকারের দু'টি কেন্দ্রবিন্দু ৷ একটি মুখ্যমন্ত্রী ও দ্বিতীয়টি ভাইপো ৷ মুখ্যমন্ত্রীর ছবিটা পরিষ্কার । কিন্তু, ভাইপোর ছবি দুর্নীতিগ্রস্ত । ভাইপোকে কাটমানি না দিলে কোনও সরকারি তহবিল বরাদ্দ হয় না । সেই কারণেই রাজ্যে উন্নয়নের কাজ আটকে আছে ।’’

7. সপ্তাহের শেষভাগে রাজ্যে জাঁকিয়ে শীত

রাজ্যে এবার জাঁকিয়ে শীতের পূর্বাভাস। অপেক্ষা আর কয়েকদিনের।

8. চলছে কৃষকদের অনশন

19 দিনে পড়ল কৃষকদের আন্দোলন ৷ আজ সকাল থেকে অনশনে বসেছেন কৃষকরা ৷

9. শারীরিক অবস্থার আরও উন্নতি, কালই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন বুদ্ধদেব

বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে । তবে ফিজিওথেরাপিসহ বিভিন্ন ওষুধ চলছে তাঁর ৷

10. প্রস্তুতি ম্যাচে শতরান, আত্মবিশ্বাসী ঋষভ

ঋষভের ফর্ম নিয়ে চিন্তায় ছিলেন নির্বাচকরা । তবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে করা তাঁর 73 বলে 103 রানের ইনিংস নির্বাচকদের মুখে হাসি ফুটিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details