পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ বিকেল 5টা - সেরা খবর

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news
top news

By

Published : Oct 24, 2020, 5:07 PM IST

1 ) ওয়াটগঞ্জে বাজেয়াপ্ত 20 কোটির হেরোইন, গ্রেপ্তার 2

20 কোটির হেরোইন বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশের STF । দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে ।

2 ) কোরোনায় আক্রান্ত দেবেন্দ্র ফড়নবিশ

BJP নেতা দেবেন্দ্র ফড়নবিশ কোরোনা পজ়িটিভ । যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদেরও কোরোনা পরীক্ষার আর্জি জানান মহারাষ্ট্রের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী ।

3 ) ভারতীয় সেনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের চেষ্টা, রাজস্থানে গ্রেপ্তার পাকিস্তানি গুপ্তচর

ওই ব্যক্তি সোশাল মিডিয়ার মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাঠাচ্ছিল বলে অভিযোগ ।

4 ) রাণা-নারাইনের অর্ধশতরান, বড় রানের পথে KKR

ভালো ব্যাটিং নীতিশ রাণা ও সুনীল নারাইনের ৷ এই দুজনের পার্টানারশিপে 15 ওভারের শেষে ভালো জায়গায় KKR ৷ ওপেনিং করতে নেমে অর্ধশতরান করলেন নীতিশ রাণা ৷ অন্যদিকে ঝোড়ো ব্যাটিং সুনীল নারাইনের ৷ 24 বলে অর্ধশতরান করলেন তিনিও ৷ টুর্নামেন্টে প্রথমবার বড় রান পেলেন নারাইন ৷ 15 ওভার পর কলকাতার রান 3 উইকেটে 142 ৷

5 ) দর্শনার্থীবিহীন কুমারীপুজো সম্পন্ন বেলুড় মঠে

কোরোনা প্রকোপের কারণে এবছর দর্শনার্থীবিহীন দুর্গোৎসব পালিত হচ্ছে বেলুড়মঠে । ভক্ত সমাগম না হলেও যথানিয়মে কুমারীপুজো সম্পন্ন হল । অষ্টমীর সকাল ন'টায় শুরু হয় কুমারীপুজো ।

6 ) সন্ধেয় বুদ্ধদেবের বাড়ি যাচ্ছেন রাজ্যপাল

রাজ্যপালের স্ত্রী সুদেশ ধনকড়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য ছাড়া সাক্ষাতের সময় আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটটিতে ।

7 ) ভালো আছেন, হাসপাতাল থেকে অনুরাগীদের "থাম্বস আপ" কপিল দেবের

তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ক্রিকেট থেকে বিনোদন জগতের ব্যক্তিত্বরা সুস্থতা কামনা করে টুইট করেন ।

8 ) অরেঞ্জ ক্যাপ রাহুলের দখলে, পার্পল ক্যাপ রাবাডার

21টি উইকেট নিয়ে পার্পল ক্যাপ দখলে রেখেছেন দিল্লি ক্যাপিটালসের পেসার কাগিসো রাবাডা ।

9 ) দেশে মোট সুস্থের সংখ্যা ছাড়াল 70 লাখ

দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা 78 লাখ 14 হাজার 682 জন ৷ মোট মৃত্যু হয়েছে 1 লাখ 17 হাজার 956 জনের ৷

10 ) কীভাবে কাটছে মিমির অষ্টমী ?

নিজের বাড়ির পুজোতেই মেতে রয়েছেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী । পুজোর অঞ্জলিতে ও সন্ধিপুজোয় ভীষণভাবে অংশ নিয়েছেন অভিনেত্রী । অনেক দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details