পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3টে

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news @ 3 pm
টপ নিউজ় @ দুপুর 3টে

By

Published : Jan 24, 2021, 2:59 PM IST

1. দারুণ বেড়েছে 'জিডিপি', জ্বালানির দামবৃদ্ধি নিয়ে কটাক্ষ রাহুলের

টুইটারে কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করে রাহুল গান্ধি লেখেন, ''মোদিজি দারুণ বৃদ্ধি অর্জন করে করেছেন । সেটা হল GDP, অর্থাত্‍‌ গ্যাস-ডিজ়েল-পেট্রলের দাম। মুদ্রাস্ফীতির হার বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ জর্জরিত আর মোদির সরকার কর আদায়েই ব্যস্ত।''

2. বুকে ব্যথা নিয়ে হাসপাতালে অরূপ রায়

গতকাল বিকেলে হাওড়া সদর তৃণমূল কার্যালয়ে কাজ করার সময় প্রথমবার বুকে ব্যথা অনুভব করেন অরূপ রায় ।

3. জাতীয় কন্যাসন্তান দিবসে কেন্দ্রের প্রকল্পের গুণগান মোদির, কন্যাশ্রীর জয়গান মমতার

জাতীয় কন্য়াসন্তান দিবসে শুধু মেয়েদের নয়, যাঁরা নারী ক্ষমতায়ন ও উন্নতির জন্য় কাজ করছেন তাঁদেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘আজকে তাঁদের ভূমিকারও প্রশংসা করতে হবে, যাঁরা মেয়েদের ক্ষমতায়ন এবং তাঁদের সম্মানের সঙ্গে জীবনযাপনের জন্য় প্রতিনিয়ন কাজ করে চলেছেন ৷’’ 2008 সালে ভারত সরকার 24 জানুয়ারি দিনটিকে জাতীয় কন্য়াসন্তান দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করে ৷

4. 30 শতাংশকে খুশি করতেই মমতার এই আচরণ : কৈলাস

জয় শ্রীরাম ধ্বনি শুনে ক্ষুব্ধ হওয়াটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পরিকল্পনায় ছিল ৷ এই অভিযোগ করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ৷ আজ তিনি বলেন, "প্রধানমন্ত্রী এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুষ্ঠানের আলাদা গরিমা রয়েছে । সেখানে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক এজেন্ডা সেট করা খুবই দুর্ভাগ্যজনক। যেটা তিনি জেনেবুঝে করেছেন । 30 শতাংশ ভোটকে খুশি করতে এমন আচরণ করেছেন।" তাঁর প্রশ্ন, জয় শ্রীরাম ধ্বনিতে এমন কী আছে যাতে মুখ্যমন্ত্রী অপমানিত হলেন ?

5. প্রধানমন্ত্রী ক্ষমা না চাইলেও দুঃখপ্রকাশ করা উচিত ছিল : সুব্রত মুখোপাধ্যায়

ভিক্টোরিয়া মেমোরিয়ালে ওঠা "জয় শ্রী রাম" ধ্বনি প্রসঙ্গে এবার বিজেপিকে বিঁধলেন তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় ৷ তিনি বলেন, "কুরুচির একটা বড় পরিচয় । রাজনৈতিক সঙ্কীর্ণতা দোষে দুষ্ট হলে এভাবে মুখ্যমন্ত্রীকে কেউ ইঙ্গিত করতে পারে । ওটা কোনও ধর্মীয় সভা ছিল না । এটা পশ্চিমবঙ্গকে, পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে অসম্মান করা, আমাদের সবাইকে ছোটো করা । প্রধানমন্ত্রী ক্ষমা না চাইলেও দুঃখপ্রকাশ করা উচিত ছিল । এটা কোনওভাবেই সাপোর্ট করবেন না, আগে নিন্দা করুন ।"

6. সাধারণতন্ত্র দিবসে "কিষান গণতন্ত্র প্যারেড", বিভিন্ন রাজ্য থেকে দিল্লির পথে কৃষকরা

শনিবার নাসিক থেকে মিছিল করে রওনা দিয়েছেন প্রায় ১৫ হাজার কৃষক। গল্ফ ক্লাব ময়দান থেকে কয়েকশো টেম্পো ও অন্য গাড়ি নিয়ে যাত্রা শুরু করার পর রাতে ইকাতপুরীর কাছে তাঁরা বিশ্রাম নেন। এরপর রবিবার সকালে ফের কাসারা ঘাটের দিকে তাঁরা যাত্রা শুরু করেছেন।

7. কুয়াশার চাদরে মুড়ল দিল্লি

ঘন কুয়াশার জেরে দিল্লির বিভিন্ন এলাকায় দৃশ্যমানতা 100 মিটারে পৌঁছায় । বহু ট্রেন বাতিল হয়ে । যানচলাচলেও সমস্য়া হয় ।

8. কেরালায় চিতা মেরে মাংস খাওয়ার অভিযোগে ধৃত 5

চিতার শিকার এবং তাঁর মাংস খাওয়ার অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করল কেরালার বনদপ্তর ৷ এই ঘটনা প্রকাশ্য়ে আসতেই চাঞ্চল্য় ছড়িয়েছে ৷ কীভাবে একজন মানুষ চিতার মাংস খেতে পারে, স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন উঠেছে ৷ বনদপ্তরের ওই আধিকারিক জানিয়েছেন, বিনোদ তার বাড়ির পাশেই বন্য়পশু ধরার জন্য় একটি ফাঁদ পেতেছিল ৷ সেখানেই চিতাটি ধরা পড়ে ৷ বিনোদের বাড়ি জঙ্গলের পাশে বলেই জানিয়েছে বনদপ্তর ৷ চিতাটি তাদের পাতা ফাঁদে ধরা পড়তেই, বিনোদ সহ অন্য়রা চিতাটিকে মেরে ফেলে ৷

9. ঘরের মাঠে প্রত্য়াবর্তনের সম্ভাবনা কুলদীপের

লদীপ যাদব তাঁর শেষ টেস্ট ম্য়াচ খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 2019 সালে সিডনিতে ৷ সেই টেস্টে কুলদীপ 5 উইকেট নিয়েছিলেন ৷ সব মিলিয়ে ডেবিউ করার পর থেকে মোট 6টি টেস্টে খেলেছেন বাঁ হাতি চায়নাম্য়ান ৷

10. "সাথেও আছেন পাঁচেও আছেন", প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে নেটিজ়েনদের রোষে রুদ্র

চা-চক্রে বাংলার সাংস্কৃতিক জগতের তারকাদের সঙ্গে আলাপ করেন প্রধানমন্ত্রী । সবার কাছে গিয়ে কথা বলতে দেখা যায় তাঁকে । ঠিক সেই সময় তাঁর সঙ্গে সেলফি তোলেন রুদ্রনীল । এরপর তা পোস্ট করেন সোশাল মিডিয়ায় ।

ABOUT THE AUTHOR

...view details