1. ক্ষুদিরামের জন্মদিবসে তমলুকে শুভেন্দু, বললেন "আমি বাংলার সন্তান, ভারতের সন্তান"
ক্ষুদিরাম বসুর জন্মদিবস উপলক্ষ্যে আজ তমলুকে একটি পদযাত্রায় অংশ নেন শুভেন্দু অধিকারী ৷ অনেকেই ভেবেছিলেন, নীরবতা ভেঙে আজ এই অরাজনৈতিক মঞ্চ থেকেই কোনও রাজনৈতিক বার্তা দিতে পারেন তিনি ৷ কিন্তু আজও সেরকম কিছু শোনা গেল না তাঁর মুখে ।
2. প্রধানমন্ত্রীকেই বহিরাগত বলেন, আমি তো কোন ছাড়; দলের একাংশের বিরুদ্ধেই সরব বৈশালি
দুইদিন আগে তাঁর বিরুদ্ধে বালি এলাকায় একটি পোস্টার দেখা যায় । পোস্টারে দলের সুপ্রিমোকে উদ্দেশ্য করে বলা হয়েছিল , এবার আর কোনও বহিরাগত নয় । বরং বালির মানুষকেই প্রার্থী করতে হবে । পোস্টারের নিচে লেখা ছিল, প্রচারে সক্রিয় তৃণমূল কর্মীরা । এই বিষয়ে এবার মুখ খুললেন বৈশালি ।
3. শুভেন্দুর হোয়াটসঅ্যাপের জবাব দিলেন সৌগত
শুভেন্দুর পরিবর্তন ভালো চোখে দেখছে না তৃণমূল শিবির ৷ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে শুভেন্দুর এসএমএসের উত্তর দিয়েছেন সৌগত রায় । জবাবি হোয়াটসঅ্যাপে তিনি লিখেছেন, যদি একসঙ্গে কাজ করা মুশকিল হয়, তাহলে কেন বৈঠকে সকলকে আশ্বাস দিয়েছিলেন ।
4. অমিত-অমরিন্দর বৈঠক শেষ, তোমরের সঙ্গে বৈঠক শুরু কৃষকদের
1 ডিসেম্বর কৃষকদের সঙ্গে আলোচনায় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিল সরকার । সেই প্রস্তাব মানবেন না বলে সাফ জানিয়ে দেয় কৃষকদের প্রতিনিধিদল । এরপরে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল , বৃহস্পতিবার অর্থাৎ আজ কৃষকদের সঙ্গে আরও একদফা বৈঠকে বসবে তারা ।
5. "কৃষকদের আন্দোলনকে শাহিনবাগ 2.0 তৈরির পরিকল্পনা করছে টুকরে টুকরে গ্যাং"
প্যানডেমিকের আগে দক্ষিণ দিল্লির শাহিনবাগ এলাকা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদের মঞ্চ হয়ে উঠেছিল । আর কৃষকদের আন্দোলনকেও দ্বিতীয় শাহিনবাগ করার চেষ্টা হচ্ছে বলে মনোজ তিওয়ারির অভিযোগ ।