পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3 টে - top news @ 3 pm

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news @ 3 pm
টপ নিউজ় @ দুপুর 3 টে

By

Published : Nov 25, 2020, 2:59 PM IST

1. "জেলে পুরলেও নির্বাচনে জিতব", বাকুঁড়ার জনসভা থেকে চ্যালেঞ্জ মমতার

লকডাউনের পর প্রথম দলীয় জনসভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

2. "দম থাকলে আগামী নির্বাচনে জিতে দেখান," অনুব্রতকে চ্যালেঞ্জ দিলীপের

সিউড়িতে চায়ে পে চর্চায় CPI(M)-কংগ্রেসকে "ল্যাঙড়া -অন্ধ" বলে কটাক্ষ দিলীপ ঘোষের ৷ বলেন, "একজন অন্যজনের কাঁধে হাত দিয়ে রাস্তা পারাপারের চেষ্টা করছে ৷" পাশাপাশি তৃণমূলকে আক্রমণ করে বলেন, "পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে ৷ যদি হিম্মত থাকত 118টি পৌরসভার নির্বাচন বাকি রয়েছে, সেগুলি করিয়ে দিত ৷ " পাশাপাশি অনুব্রত মণ্ডলকে চ্যালেঞ্জ ছুড়ে BJP-র রাজ্য সভাপতি বলেন, "দম থাকলে আগামী ইলেকশনে জিতে দেখান ৷ আমি বীরভূমে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে যাচ্ছি, ওদের খাতা খোলারও সমস্যা করে দেব ৷ কে ঢাক বাজাবে, কে ধামসা বাজাবে সময় এলে দেখতে পাবেন ৷ "

3. দিলীপ ঘোষের সভায় যাওয়ার পথে BJP কর্মীদের মারধর, বোমাবাজি

আজ সভায় যোগ দিতে যাওয়ার সময় BJP কর্মী -সমর্থকদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ । চলে ব্যপক বোমাবাজি । গুলি ।

4. CPI(M)লোভী, BJP ভোগী আর তৃণমূল ত্যাগী : মমতা

আজ বাঁকুড়ার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের বলব, তৃণমূল করতে গেলে ত্যাগী হতে হবে । লোভী হওয়া চলবে না । মানুষের পাশে দাঁড়াতে হবে । CPI(M) আজ সবচেয়ে বড় লোভী, BJP ভোগী আর তৃণমূল করতে গেলে ত্যাগী হতে হবে । ওদের পাল্লায় পড়বেন না ।"

5. প্রয়াত আহমেদ প্যাটেল

প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল ৷ আজ ভোর সাড়ে 3টে নাগাদ তিনি মারা যান।

6. প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

মামলাকারীদের অভিযোগ, রাজ্য় সরকার আগে জানিয়েছিল প্রাথমিক শিক্ষক পদে কোনও আসন ফাঁকা নেই ৷ কিন্তু, হঠাৎ করে এই নিয়োগের বিজ্ঞপ্তি কীভাবে দিল শিক্ষা দপ্তর ? এমনকী বিজ্ঞপ্তিতে কত নিয়োগ হবে তার উল্লেখ করা হয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ৷

7. ওয়েইসি আশ্রিত রোহিঙ্গাদের তাড়ানো হবে : তেজস্বী সূর্য

হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েসি ও তাঁর দল AIMIM -কে নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি ও বেঙ্গালুরু দক্ষিণের সাংসদ তেজস্বী সূর্য ।

8. দেশে বাড়ল দৈনিক সংক্রমণ

শেষ 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়েছেন 44 হাজার 376 জন ৷ মৃত্যু হয়েছে 481 জনের ৷

9. ICC -র নতুন চেয়ারম্যান গ্রেগ বার্কলে

পেশায় আইনজীবী বার্কলে 2012 সাল থেকে নিউজ়িল্যান্ড ক্রিকেটের ডিরেক্টর ছিলেন ৷ বর্তমানে ইন্টারল্যাশনাল ক্রিকেট কাউন্সিলে নিউজ়িল্যান্ডের প্রতিনিধিত্ব করছিলেন ৷ ICC-র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে হলে তাঁকে নিউজ়িল্যান্ড ক্রিকেট বোর্ডের পদ থেকে অবসর নিতে হবে ৷

10. প্রতিশোধের গল্প নিয়ে হাজির 'দুর্গামতী'-র ট্রেলার

মুক্তি পেল 'দুর্গামতী'-র ট্রেলার । মুখ্য চরিত্রে রয়েছেন ভূমি পেদনেকর, আরশাদ ওয়ারসি, মাহি গিল ও জিশু সেনগুপ্ত । 11 ডিসেম্বর অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে ছবিটি ।

ABOUT THE AUTHOR

...view details