পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ @ দুপুর 1 টা - সেরা দশ

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top 1pm
টপ নিউজ

By

Published : Jan 26, 2021, 1:06 PM IST

1 কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, লাঠিচার্জ

কৃষকদের ট্র্যাক্টর মিছিলে লাঠিচার্জ করল পুলিশ ৷ একই সঙ্গে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেলও পাঠানো হয় ৷ সিঙ্ঘু সীমান্ত থেকে কৃষকদের ট্র্যাক্টর মিছিল দিল্লির সঞ্জয় গান্ধি ট্রান্সপোর্ট নগরে পৌঁছালে তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ ৷

2 সিঙ্ঘু ও টিকরি সীমান্তে ব্যারিকেড ভাঙল কৃষকরা

টিকরি ও সিঙঘু সীমান্তে বিক্ষোভরত কৃষকরা পুলিশি ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে ৷ কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে সিংঘু সীমান্তে ট্রাক্টর মিছিলে অংশগ্রহণ করেছে পাঁচ হাজারের বেশি আন্দোলনরত কৃষক ৷

3 এবার পদ্ম পুরস্কার পাচ্ছেন 119 জন, তালিকায় শিনজ়ো আবে-বালা সুব্রমনিয়ম

এই বছর পদ্ম পুরস্কারের তালিকায় রয়েছেন 119 জন । তার মধ্যে পদ্মবিভূষণ ও পদ্মভূষণ পাচ্ছেন যথাক্রমে 7 জন এবং 10 জন ৷ পদ্মশ্রী প্রাপকের তালিকায় রয়েছে 102 জন ৷

4 ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করে অনুতপ্ত 'শ্যামবর্ণা' প্রিয়াঙ্কা

এক সময় নিজের গায়ের রঙ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেন প্রিয়াঙ্কা চোপড়া । তখন ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনও করেছেন তিনি । আজ এসব কথা ভাবলে অনুতাপ হয় প্রিয়াঙ্কার ।

5 কুয়াশায় মোড়া শহর থেকে গ্রাম

সকাল থেকেই ঘন কুয়াশা ৷ পথঘাট প্রায় দেখা যাচ্ছে না ৷ উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় দৃশ্যমানতা নেমে এসেছে 50 মিটারের কাছাকাছি ৷ গতকালের থেকে কলকাতায় তাপমাত্রা কমেছে ৷ আগামী কয়েক দিন কলকাতায় তাপমাত্রার পারদ 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

6জার্নালিজ়মের প্রবেশিকা পরীক্ষার শুরুতেই ছড়িয়ে পড়ল প্রশ্নপত্র, বিতর্কে যাদবপুর

জার্নালিজ়ম অ্যান্ড মাস কমিউনিকেশনে 2 বছরের স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য অনলাইনে প্রবেশিকা পরীক্ষার শুরু হতে না হতেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ল প্রশ্নপত্র। এই নিয়েই তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।

7"এবার 200 পার", তারাপীঠে পুজো দিয়ে বললেন দিলীপ

সাধারণতন্ত্র দিবসের সকালে তারাপীঠে পুজো দিয়ে দিলীপ ঘোষ বললেন, "এবার 200 পার।" এর আগে তারাপীঠে পুজো দিয়েছেন অনুব্রত মণ্ডল ৷ তিনি বলেছিলেন, এবার তৃণমূল পাবে 220 থেকে 230টি আসন । সাংবাদিকরা সেই প্রসঙ্গ তুলতে আগামী নির্বাচনে বিজেপি 200টির বেশি আসন পাবেন বলে জানালেন আত্মবিশ্বাসী বিজেপি সভাপতি ৷

8 সাতমাস পর দৈনিক সংক্রমণ 9 হাজারে, কমছে সক্রিয় আক্রান্তও

গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 9 হাজার 102 জন । মৃত্যু হয়েছে 117 জনের ।

9 আমার ধৈর্যের সীমা আছে, ভেঙে গেলে অনেকের সমস্যা হবে : জিতেন্দ্র

"আমার ধৈর্যের সীমা আছে। তা ভেঙে গেলে অনেকের সমস্যা হবে।" বললেন পাণ্ডবেশ্বরে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি । পাণ্ডবেশ্বরে সোমবার বিকালে কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে তৃণমূলের জনসভায় বক্তা ছিলেন তিনি ।

10 ভারত এখন ‘বিশ্বের ওষুধ প্রস্তুতকারক’, জাতির উদ্দেশে ভাষণে বললেন রাষ্ট্রপতি

72 তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ এদিনের ভাষণে দেশের বিভিন্ন ক্ষেত্রের অগ্রগতির কথা তুলে ধরেছেন রাষ্ট্রপতি৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details