পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 1টা - top news at 1 pm

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news at 1 pm
top news at 1 pm

By

Published : Oct 4, 2020, 1:00 PM IST

1. কমল দৈনিক সংক্রমণ, দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 65 লাখ

দেশে মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 65 লাখ 49 হাজার 374 জন । সুস্থ হয়ে উঠেছে 55 লাখ 9 হাজার 966 জন ।

2. হাথরসের নির্যাতিতার বাড়িতে SIT, গ্রামে অভিযুক্তদের পক্ষে সভা

হাথরসের নির্যাতিতার বাড়িতে পৌঁছাল বিশেষ তদন্তকারী দল । পাশাপাশি নির্যাতিতার বাড়ির সামনেই অভিযুক্তদের পক্ষে সভা ।

3. কৃষি আইনের প্রতিবাদে আজ "খেতি বাঁচাও যাত্রা" রাহুলের

আজ প্রথমে মোগা জেলায় এক জনসভায় বক্তৃতা দেবেন রাহুল গান্ধি । এরপর বাধনি কালান থেকে জাটপুরা পর্যন্ত ট্রাক্টর ব়্যালি করবেন । পরে লুধিয়ানার জাটপুরায় জনসভায় ভাষণ দিয়ে আজকের দিনের কর্মসূচি শেষ করবেন ।

4. "হিম্মত থাকলে কামদুনি, চোপড়া, জলপাইগুড়িতে হেঁটে দেখাক" ; মমতাকে কটাক্ষ লকেটের

"ভিন রাজ্যের মহিলা বা যুবতি ধর্ষিত হলে দোষীকে শাস্তি দেওয়ার কথা বলা হয় । আর পশ্চিমবঙ্গের কোনও মহিলা ধর্ষিত হলে তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয় । মুখ্যমন্ত্রী কলকাতায় হেঁটেছেন । হিম্মত থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় কামদুনি, চোপড়া কিংবা জলপাইগুড়িতে দেঁটে দেখাক ।" কাটোয়ার দাইহাটে কটাক্ষ BJP নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের ।

5. মেয়েদের শালীনতার শিক্ষা দিলেই বন্ধ হতে পারে ধর্ষণ, বলছেন BJP বিধায়ক

"শাসন বা তরোয়াল দিয়ে নয় । শুধু ভালো মূল্যবোধের দ্বারা এই ধরনের ঘটনা বন্ধ করা সম্ভব ।" মন্তব্য বালিয়ার BJP বিধায়ক সুরেন্দ্র সিংয়ের ।

6. ফের উত্তরপ্রদেশ, বুলন্দশহরে কিশোরীকে লাগাতার গণধর্ষণের অভিযোগ

কয়েক মাস ধরে আলাদা আলাদা জায়গায় নিয়ে গিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ । এই বিষয়ে ওই কিশোরী প্রথমে তার পরিবারের কাউকে কিছু জানায়নি । এরপর হঠাৎ পরিবারের সদস্যরা জানতে পারেন, সে চার মাসের অন্তসত্ত্বা । তারপরই ঘটনাটি জানতে পারেন তাঁরা ।

7. কোচিতে নৌবাহিনীর প্রশিক্ষণ বিমান ভেঙে মৃত 2

আজ সকালে কোচিতে ট্রেনিং গ্লাইডারটি ভেঙে পড়ে কোচিতে । দুই নৌসেনা কর্মীর মৃত্যু হয় ।

8. অ্যামেরিকাকে ফের শীর্ষে নিয়ে যেতে ফিরতেই হবে, হাসপাতাল থেকে বললেন ট্রাম্প

"আমাকে ফিরতেই হবে । কারণ অ্যামেরিকাকে ফের শীর্ষে নিয়ে যেতে হবে ।" টুইট করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

9. চুক্তিভঙ্গে ইস্টবেঙ্গলের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত বিনিয়োগকারী সংস্থার

বিনিয়োগ সংস্থার কর্তারা বলছেন ,"ইস্টবেঙ্গলের ঐতিহ্য, ইতিহাস,ভারতীয় ফুটবলে অবদান আমরা জানি । এখানে আমরা এসেছি ক্লাবকে পেশাদারি মানসিকতায় আধুনিকভাবে চালনা করতে । এই অর্থ আমরা অন্য ব্যবস্যায় বিনিয়োগ করতে পারতাম । তবুও ইস্টবেঙ্গলে এসেছি । যেখানে আমরা অর্থ ঢালব তা ভালোভাবে চালানোর দায় আমাদের ।"

10. সুশান্তের মৃত্যু থেকে শুরু করে বলিউডের মাদক চক্র, ভিডিয়োবার্তায় অকপট অক্ষয়

অবেশেষে মুখ খুললেন অক্ষয় কুমার । সুশান্তের মৃত্যুর পর থেকে বলিউডের দিকে যে নিরন্তর আক্রমণ চলছে, সেটা নেপোটিজ়ম হোক বা ড্রাগ চক্র, স্বজনপোষণ হোক বা যৌন হেনস্থা..তা দেখে আর চুপ করে থাকতে পারলেন না অক্ষয় । ভিডিয়ো শেয়ার করে দিলেন পজ়িটিভ বার্তা, সামনে আনলেন বেশ কিছু মূল্যবান পয়েন্ট ।

ABOUT THE AUTHOR

...view details