পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 1টা - top news at 1 pm

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news
top news

By

Published : Sep 21, 2020, 1:01 PM IST

1. ডেরেক-দোলা সহ 8 সাংসদ সাসপেন্ড

সাতদিনের জন্য আট সাংসদকে সাসপেন্ড করলেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু ।


2. হোয়াটসঅ্যাপ গ্রুপের সাংকেতিক ভাষা উদ্ধারের চেষ্টা, মিলল আরও দুই জঙ্গির খোঁজ

নতুন করে 2 জঙ্গির নতুন করে খোঁজ পাওয়া গেছে । তারাও মুর্শিদাবাদের বাসিন্দা বলে সূত্রের খবর। তাদের একজনের নাম আনসারি।


3. থানেতে বহুতল ভেঙে মৃত 10

মহারাষ্ট্রের থানের ভিওয়ান্ডিতে তিনতলা বাড়ি ভেঙে মৃত্যু দশজনের ৷ আরও কয়েকজন সেখানে আটকে রয়েছে বলে জানা যাচ্ছে । উদ্ধারকাজ চালাচ্ছে NDRF ।


4. দেশে কমল দৈনিক আক্রান্তের সংখ্যা, বাড়ল সুস্থতার হার

আগের দিন দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল 10 লাখ 10 হজার 824 ৷ বর্তমানে দেশে সক্রিয় আক্রান্ত রয়েছে 10 লাখ 3 হাজার 299 জন ৷


5. "তৃণমূল হটাও, বাংলা বাঁচাও", সংসদ চত্বরে বিক্ষোভ BJP সাংসদদের

"পশ্চিমবঙ্গে BJP কর্মীদের খুন করা বন্ধ হোক", "তৃণমূল হটাও, বাংলা বাঁচাও" ৷ এই সব স্লোগান তুলে সংসদ চত্বরে বিক্ষোভ দেখালেন রাজ্যের BJP সাংসদরা ।


6. জঙ্গি সুফিয়ানের বাড়িতে সুড়ঙ্গের হদিস

বাবা সীমান্তের একটি হাইস্কুলের শিক্ষক ছিলেন । তার দাদা রানিনগরের একটি স্কুলের শিক্ষক । সুফিয়ান অবশ্য মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে । এহেন সুফিয়ানের বাড়িতে বোমা বানানোর জিনিসপত্র উদ্ধার হওয়ায়, গোয়েন্দাদের সন্দেহ সে বিস্ফোরক বিশেষজ্ঞ ।


7. 30 অক্টোবর পর্যন্ত স্নাতক স্তরে ভরতি নিতে পারবে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি, জানালেন শিক্ষামন্ত্রী

রাজ্যে স্নাতক স্তরে পড়ুয়া ভরতির সময়সীমা 30 অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল । যেসব কলেজে এখনও আসন ফাঁকা রয়েছে সেখানে ভরতি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ বেশি নম্বর পেয়েও কলেজে বহু পড়ুয়া ভরতি হতে পারেননি ৷ তাঁদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্তের কথা জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷


8. সুশান্ত মামলায় নতুন আপডেট, শেষ হতে চলেছে তদন্ত ?

আগামীকাল অর্থাৎ 22 সেপ্টেম্বর সুশান্ত মামলায় নিযুক্ত CBI আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসবেন AIIMS মেডিকেল বোর্ডের ডাক্তাররা । সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখতে মুম্বইতে যে ফরেন্সিক টিম পৌঁছেছিল তাঁদের সঙ্গে CBI-এর মিটিং হবে, জানা যাচ্ছে IANS সূত্রে ।


9. সুশান্ত বেঁচে থাকলে এই সার্কাস দেখে হাসতেন, মন্তব্য সোনুর

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে যেটা চলছে সেটাকে সার্কাস-এর থেকে কম কিছু বলা যায় না । সুশান্ত বেঁচে থাকলে কী করতেন এসব দেখে ? প্রশ্ন তুললেন সোনু সুদ ।


10.শামির মঞ্চে দুরন্ত স্টইনিস, সুপার ওভারে ম্যাচ জিতল দিল্লি ক্যাপিটালস

দিনের শুরুটা হয়েছিল মহম্মদ শামিকে দিয়ে । শামির দুরন্ত বোলিংয়ের ঝলকানিতে প্রথমেই বিপাকে পড়ে দিল্লি ব্যাটিং । 4 ওভার বোলিং করলেন । খরচ করলেন মাত্র 15 রান । তুলে নিলেন 3টি মূল্যবান উইকেট ।

ABOUT THE AUTHOR

...view details