পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 1টা - সেরা দশটি খবর একনজরে

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news
top news

By

Published : Sep 18, 2020, 1:09 PM IST

1. দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 52 লাখ, বাড়ছে সুস্থের সংখ্যা

দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 52 লাখের গণ্ডি ছাড়াল ৷ সুস্থ হয়েছে 41 লাখ 12 হাজার 552 জন ৷

2. মন্ত্রীর পদত্যাগের মধ্যেই লোকসভায় ধ্বনিভোটে পাশ কৃষি বিল

পঞ্জাবে বাড়তে থাকা প্রতিবাদের জেরে কৃষি বিলগুলিকে কৃষকদের স্বার্থের পরিপন্থী বলে ব্য়াখ্যা করেন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর বাদল । এই ইশুতে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি । কৃষি বিল সংক্রান্ত আলোচনার জন্য বাড়ানো হয় লোকসভার অধিবেশনের সময়সীমা । চূড়ান্ত নাটকীয়তার শেষে বুধবার লোকসভায় ধ্বনিভোটে পাশ হয় কৃষি বিল ।

3. তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ, কেশপুরে বোমাবাজিতে মৃত 2

পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ । বোমাবাজির জেরে মৃত্যু হল দু'জনের । গুরুতর আহত হয়েছে পাঁচজন ৷ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ৷

4. মুক্তিপণ না মেলায় শিশু খুন গলসিতে, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর

শিশুকে অপহরণ করে মুক্তিপণ চেয়ে ফোন । টাকা দিতে না পারায় খুনের অভিযোগ । অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালালেন এলাকার বাসিন্দারা ।

5. ফ্যাশন ডিজ়াইনার শর্বরী দত্তর অস্বাভাবিক মৃত্যু, বাথরুমে মিলল দেহ

প্রয়াত ফ্যাশন দুনিয়ার অন্যতম নাম ডিজ়াইনার শর্বরী দত্ত । শৌচাগার থেকে উদ্ধার করা হয় তাঁর দেহ । পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ।

6. শর্বরী দত্তর মৃত্যুতে শোকের ছায়া টলিউডে

শর্বরী দত্তর বিজনেস পার্টনার রেশমি গভীর রাতেই সকলকে খবরটি জানাতে শুরু করেন । রাত দুটোর সময় পরিচালক কৌশিক গাঙ্গুলির কাছ থেকে একটি মেসেজ পান পরিচালক অরিন্দম শীল । শর্বরী দত্ত ও তাঁর পরিবারের সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিল অরিন্দমের । শর্বরী দত্তর চলে যাওয়া তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি ।

7. গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি মেঘালয়ের মুখ্যমন্ত্রীর

গোর্খাল্যান্ডের দাবিতে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি লেখেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা ৷ চিঠিতে গোর্খাদের জন্য পৃথক রাজ্যের দাবি তুলে কেন্দ্রকে একটি সম্মানজনক ও স্থায়ী রাজনৈতিক সমাধানের প্রস্তাব দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি ৷

8. 18 অক্টোবরের মধ্যে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা নিতে হবে : UGC

কোরোনা পরিস্থিতির কারণে সেপ্টেম্বরে পরীক্ষা না নিয়ে অক্টোবরে নিতে চেয়েছিল উচ্চশিক্ষা দপ্তর ৷ তার আবেদন জানিয়ে UGC-তে চিঠি পাঠান উচ্চ শিক্ষা দপ্তরের সচিব মণীশ জৈন ৷ সেই আবেদন মঞ্জুর করে UGC ।

9. শ্রমজীবী ক্যান্টিনের পর এবার চালু শ্রমজীবী বাজার

শ্রমজীবী ক্যান্টিনের পর এবার চালু হল শ্রমজীবী বাজার । বাঘাযতীন চত্বরে প্রথম এই বাজার চালু করল CPI(M) নেতৃত্ব। দরিদ্ররা গত দু'দিন ধরে এখান থেকে ন্যায্যমূল্যে সবজি পেয়েছে ।

10. দেবীপক্ষে IFA-র লক্ষীলাভ

চলতি বছরে এই চুক্তির কারণে IFA-র ঘরে আসবে 2 কোটি টাকা। পরবর্তী তিন বছরে যথাক্রমে 3, 4, ও 5 কোটি টাকা আসবে IFA-র ঘরে।

ABOUT THE AUTHOR

...view details