1. হামলার ছকের বিস্তারিত জানতে চায় NIA, 24 সেপ্টেম্বর পর্যন্ত ট্রানজ়িট রিমান্ড মঞ্জুর
মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার ছয় আল কায়দা জঙ্গিকে 24 সেপ্টেম্বর পর্যন্ত ট্রানজ়িট রিমান্ডের অনুমতি দিয়েছে কলকাতার NIA স্পেশাল কোর্ট ৷ আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টে ধৃতদের বিচারকের সামনে হাজির করা হবে।
2. তৃণমূল আল কায়দা জঙ্গি তৈরি করছে : সৌমিত্র খাঁ
তৃণমূল কংগ্রেস আল কায়দা জঙ্গি তৈরি করছে । গতকাল দক্ষিণ দিনাজপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন BJP সাংসদ সৌমিত্র খাঁ । এর বিরুদ্ধে 6 অক্টোবর নবান্ন অভিযানের ডাক দেন তিনি ।
3. কোরোনা পরিস্থিতি পর্যালোচনায় ফের 7 রাজ্যের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
অগাস্টের 11 তারিখ কোরোনা পরিস্থিতি নিয়ে শেষবার বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী । ওই বৈঠকে 10 রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।
4. মহামারি সংশোধনী বিল সংবিধান বহির্ভূতভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে : ডেরেক
রাজ্যসভায় মহামারি সংশোধনী বিল নিয়ে বিতর্কের মাঝে ডেরেক ওব্রায়েন বলেন, "আপনি এখন স্বাস্থ্য কর্মীদের কথা ভাবছেন? বাংলায় স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সম্পত্তির ক্ষতি প্রতিরোধ আইন 2009 রয়েছে । এই বিল রাজ্যের উপরে সংবিধান বহির্ভূতভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ।"
5. মেধাবী ছাত্র নাজমুলের আচরণে পরিবর্তন হয়েছিল, বলছে প্রতিবেশীরা
এলাকায় মেধাবী ছাত্র হিসাবেই পরিচিত নাজিমুল সাকিব। মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে ভালো ফল করে বসন্তপুর ইঞ্জিনিয়ারিং কলেজে কম্পিউটার সায়েন্সে ভরতি হয়েছিল ৷