পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 1টা - সেরা দশটি খবর একনজরে

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news
top news

By

Published : Sep 23, 2020, 1:07 PM IST

1. পাহাড়ে প্রবল বৃষ্টি, দার্জিলিং সহ একাধিক এলাকায় ধস

রাতভর একটানা বৃষ্টির জের । মিরিক, দার্জিলিংসহ বিভিন্ন এলাকায় ধস । প্রবল বৃষ্টির জেরে রাস্তা পরিষ্কারের কাজ ব্যাহত হচ্ছে ।

2. জলমগ্ন জলপাইগুড়ি, তিস্তার অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি

সিকিমে ক্রমাগত বৃষ্টির জেরে তিস্তা নদীতে জল বেড়েছে । এর ফলে তিস্তার অসংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করেছে সেচ দপ্তর ।

3. মাদ্রাসার নামে জঙ্গি সংগঠনের জন্য প্রায় 10 লাখ টাকা তুলেছিল মামুন !

সম্প্রতি আল কায়দা জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয় আল মামুন কামালকে । মাদ্রাসার নামে রসিদ ছাপিয়ে সে টাকা তুলত । তা জঙ্গি সংগঠনের কাজে ব্যবহার করা হত বলে গোয়েন্দা সূত্রে খবর ।

4. 5 বছরে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের খরচ 517 কোটি টাকা

গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ ভ্রমণের জন্য সরকারের খরচ হয়েছে 517 কোটি টাকা । সংসদে বিদেশমন্ত্রকের তরফে এই তথ্য দেওয়া হয়েছে ।

5. ভারী বৃষ্টির জের, জলমগ্ন মুম্বইয়ের একাধিক এলাকা

ভারী বৃষ্টিতে ভাসছে মুম্বইয়ের একাধিক এলাকা । গতরাত থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে মুম্বইতে । এর জেরে বেশিরভাগ এলাকায় জল জমে রয়েছে ।

6. দেশে কোরোনায় মৃতের সংখ্যা ছাড়াল 90 হাজার

দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 56 লাখ ৷ 24 ঘণ্টায় কোরোনায় মৃত্যু হয়েছে 1 হাজার 85 জনের ৷

7. ভিওয়ান্ডিতে বহুতল ভাঙার ঘটনায় মৃত বেড়ে 39

মহারাষ্ট্রের থানের ভিওয়ান্ডিতে বহুতল ভাঙার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল 39 । এখনও সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে NDRF ।

8. প্রত্যাশা পূরণ করবেন গিল, আশাবাদী কার্তিক

তরুণ ভারতীয় ওপেনার গিল গত IPL- এ সেভাবে সুযোগ পাননি । তাঁর ব্যাটিং অর্ডার ক্রমাগত বদল হয়েছে । তবে এই মরশুমে কোচ হিসেবে দায়িত্ব নিয়েই ব্রেন্ডন ম্যাককুলাম একুশ বছরের এই তরুণকে দলের ওপেনার ঘোষণা করেছেন ।

9. অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা দায়ের করলেন পায়েল

অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা দায়ের করলেন পায়েল ঘোষ । ভারতীয় দণ্ডবিধির ধারা 376,354,341,342-এর অধীনে ভারসোভা থানায় মামলা দায়ের হল পরিচালকের বিরুদ্ধে ।

10. শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কালিম্পং , দার্জিলিঙে ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে । শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে ৷ দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে ।

ABOUT THE AUTHOR

...view details