পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

যেভাবে পাকিস্তান লড়তে চায় লড়ুক, আমরা প্রস্তুত : আকবরুদ্দিন - Jammu-kashmir_

আকবরুদ্দিনের কথায়, পাকিস্তান নিজেরাই ঠিক করুক কোন ক্ষেত্রে লড়াইটা হবে ৷ সেই ধরেই আমরা এগোব

আকবরুদ্দিনের কথায়, পাকিস্তান নিজেরাই ঠিক করুক কোন ক্ষেত্রে লড়াইটা হবে ৷ সেই ধরেই আমরা এগোব

By

Published : Aug 21, 2019, 10:51 AM IST

দিল্লি, 21 অগাস্ট : সবরকম ক্ষেত্রে লড়াইয়ের জন্য প্রস্তুত ভারত ৷ কাশ্মীর ইশু নিয়ে পাকিস্তান আন্তর্জাতিক আদালতে যাওয়ার পর একথা বললেন দেশের অন্যতম কূটনীতিক সৈয়দ আকবরুদ্দিন ৷ তিনি বললেন, ''প্রতিটি দেশই কূটনীতির কারণে যা যা তাদের কাছে রয়েছে, তা প্রয়োগ করতে পারে ৷ তারা (পাকিস্তান) যেরকমভাবে চাইবে, আমরাও ঠিক সেই সেই ক্ষেত্রে তাদের নিয়ন্ত্রণ করতে পারব ৷''

আকবরুদ্দিনের কথায়, পাকিস্তান নিজেরাই ঠিক করুক কোন ক্ষেত্রে লড়াইটা হবে ৷ সেই ধরেই আমরা এগোব ৷ তিনি আন্তর্জাতিক আদালতে (ICJ) কুলভূষণ যাদব মামলায় পাকিস্তানের অবস্থানকে কটাক্ষ করে বলেন, ''একবার তো চেষ্টা করেছিল ওরা ৷ পারেনি ৷ যেভাবে পাকিস্তান লড়াই করতে চাইছে, করতে পারে ৷ ভারত সবরকমভাবে সবক্ষেত্রেই প্রস্তুত রয়েছে অভ্যন্তরীণ ইশু নিয়ে লড়াইয়ের জন্য । ''

কাশ্মীর ইশুতে আন্তর্জাতিক ন্যায় আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার । জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার এবং জম্মু-কাশ্মীর ও লাদাখ, দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গড়া নিয়ে, ICJ-তে ভারতের বিরুদ্ধে লড়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ৷ জম্মু-কাশ্মীর নিয়ে এখনও পর্যন্ত আন্তর্জাতিক সমর্থন জোগাড়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ । কিন্তু ব্যর্থ তারা ৷

গত সপ্তাহে 'ঘুরপথে' রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হয়েছিল পাকিস্তান । তা নিয়ে রুদ্ধদ্বার বৈঠকও হয় 15টি সদস্য দেশের । তবে শেষমেশ কোনও সিদ্ধান্তেই উপনীত হওয়া যায়নি । বরং বেশিরভাগ সদস্য দেশই সে সময় ভারতকে সমর্থন করে ।

কাশ্মীর ইশুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথোপকথন প্রসঙ্গে আকবরুদ্দিনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ''পাকিস্তান আদৌ দ্বিপাক্ষিক চুক্তি চায় ? ভারতকে সারা বিশ্ব জানে ৷ স্পষ্ট ভাবমূর্তি আমাদের ৷ এটাই USP ৷''

ABOUT THE AUTHOR

...view details