দিল্লি, 18 সেপ্টেম্বর : 18 অক্টোবরের মধ্যে শেষ করতে হবে অযোধ্যা মামলার শুনানি । আজ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট । বিচারপতিদের বেঞ্চ আরও জানায়, যদি পিটিশনাররা চায়, তাহলে মন্দির-মসজিদ সংক্রান্ত জট, মধ্যস্থতার মাধ্যমে মেটাতে পারে ।
টানা 26 দিন ধরে অযোধ্যা সংক্রান্ত মামলার শুনানি চলছে । সুপ্রিম কোর্ট আজ জানায়, রোজই এই মামলার শুনানি চলবে । এরমধ্যে যদি পিটিশনাররা চায়, তাহলে মধ্যস্থতাকারীর সাহায্য নিয়ে জট কাটাতে পারে । 17 নভেম্বর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অবসর নেওয়ার আগেই এই রায় দেওয়া হবে বলে জানা গেছে ।