পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লির পাইকারি বাজারে প্রতি কেজি টোম্যাটোর দাম 1 টাকার কম !

শুধুই টোম্যটো নয়, অন্যান্য সবজিও কম দামে বিক্রি হচ্ছে বলে জানা গেছে । লাউয়ের দাম প্রতি কেজিতে দুই টাকা থেকে বেড়ে তিন টাকা হয়েছে । প্রচুর মানুষ দিল্লি থেকে ফিরে গিয়েছেন। তাই দাম পড়েছে বলে মনে করা হচ্ছে ।

tomato
tomato

By

Published : May 24, 2020, 4:11 PM IST

দিল্লি, 24 মে : দিল্লির পাইকারি বাজারে ব্যাপক হারে কমেছে সবজির দাম । অনেক কম দামে বিক্রি হচ্ছে টোম্যাটো, পিঁয়াজ-এর মতো সবজি । এশিয়ার অন্যতম বৃহত্তম ফল এবং সবজির পাইকারি বাজার আজ়াদপুর মাণ্ডিতে প্রতি কেজি টোম্যাটো এক টাকারও কম দামে বিক্রি হচ্ছে । মাণ্ডির ট্রেডারস ও এজেন্টরা জানিয়েছেন, সবজি বিক্রেতার সংখ্যা কমে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে ।

ওখলা মাণ্ডির অডিটর বিজয় আহুজা জানিয়েছেন, শুধুই টোম্যাটো নয়, অন্যান্য সবজিও কম দামে বিক্রি হচ্ছে । লাউয়ের দাম প্রতি কেজিতে দুই টাকা থেকে বেড়ে তিন টাকা হয়েছে । প্রচুর মানুষ দিল্লি থেকে ফিরে গিয়েছেন। তাই দাম পড়েছে বলে জানাচ্ছেন তিনি ।

এদিকে আজ়াদপুর মাণ্ডির এক ব্যবসায়ী রাজেন্দ্র শর্মার মতে, রেস্তরাঁ, হোটেল বন্ধ থাকায় সবজির চাহিদা কমেছে । সেই কারণেই কমেছে দাম । এছাড়াও টোকেন ব্যবস্থার কারণে ক্রেতাদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে । যার জন্য বাজারে আসা কমিয়ে দিচ্ছেন অনেকেই ।

মাণ্ডির আরও এক ব্যবসায়ী জানিয়েছেন, প্রচুর পরিযায়ী শ্রমিক দিল্লি ছেড়ে ফিরে গিয়েছেন । যার জন্য কমেছে সবজির চাহিদা । তাই পাইকারি বাজারে দাম পড়েছে । ফলের চাহিদা কমেনি। তাই ফলের দাম কমেনি ।

যদিও দিল্লির একাধিক কলোনি এবং আশপাশের এলাকায় সবজি বিক্রেতারা 15 থেকে 20 টাকা প্রতি কেজি দরে টোম্যাটে বিক্রি করছেন ।

ABOUT THE AUTHOR

...view details