পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গঠনমূলক সমালোচনাকে স্বাগত নির্মলার

লোকসভায় নির্মলা সীতারামন সরকারের বিরুদ্ধে ইতিবাচক সমালোচনাকে উৎসাহিত দিয়েছেন । তিনি বলেন,"কোনও শিল্পপতি যদি শাসকের বিরুদ্ধে কোনও সত্য বলেন, তাহলে তা ভালো । আপনারা আরও সমালোচনা করুন ।"

Nirmala Sitharaman
নির্মলা সীতারামন

By

Published : Dec 3, 2019, 12:20 PM IST

দিল্লি , ৩ ডিসেম্বর : নিজেকে নিয়ে হওয়া সমালোচনার প্রতিবাদে সংসদে মুখ খুললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তিনি বলেন, "আমি সবচেয়ে খারাপ অর্থমন্ত্রী ৷ একথা যত খুশি বলুন ৷ এই সরকার সমালোচনা শোনে ৷"

শিল্পপতি রাহুল বাজাজের মন্তব্য একটি বিতর্কের সৃষ্টি করে ৷ অর্থনীতির অবস্থা নিয়ে বিরোধীরাও নির্মলার সমালোচনা করেছেন বহুবার ৷ সংসদে অধিবেশন চলার সময় কংগ্রেসের অধীর চৌধুরি সমালোচনা করে 'নির্মলা'র পরিবর্তে 'নির্বলা' বলেন ৷ তারপরই শিল্পপতি রাহুল বাজাজের মন্তব্য ঘিরে সমালোচনায় সরব হয় BJP । বাজাজের মন্তব্যের সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ।

একটি অনুষ্ঠানে যোগ দিয়ে অমিত শাহকে উদ্দেশ্য করে রাহুল বাজাজ বলেন, "ভয়ের পরিবেশ সৃষ্টি হওয়ার ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর প্রশাসনের বিরুদ্ধে মানুষ সমালোচনা করতে ভয় পাচ্ছেন ।" তিনি আরও বলেন, "...আপনারা ভাল কাজ করছেন । কিন্তু কেউ যদি সমালোচনা করে, কোনও গ্যারান্টি নেই যে, আপনারা সেই সমালোচনাকে প্রশংসা করবেন । UPA 2 জমানায় আমরা যে কারও সমালোচনা করতে পারতাম ৷" মঞ্চে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একথার উত্তরে বলেন , "ভীত হওয়ার কোনও কারণ নেই । নরেন্দ্র মোদি সরকারের সংবাদমাধ্যমে লাগাতার সমালোচনা হচ্ছে । আপনার যদি মনে হয় , এই ধরণের কোনও পরিবেশ রয়েছে, তাহলে সেই অবস্থার আমাদের পরিবর্তন করাতে হবে ।"

অমিত শাহ'র এই উত্তরকে শিল্পমহল ইতিবাচক ভাবে নিয়েছে । নির্মলা সীতারমন সহ বহু BJP নেতানেত্রী টুইট করে নিজেদের মতামত জানিয়েছেন । কেন্দ্রীয় অর্থমন্ত্রী এপ্রসঙ্গে টুইট করেন, "রাহুল বাজাজ ইশু তুলে পর তার উত্তর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আমরা প্রশ্ন বা সমালোচনা শুনি এবং তারপর তার উত্তর দেওয়া হয় । উত্তর চাওয়া ভাল পথ ।"

লোকসভায় নির্মলা সীতারামন সরকারের বিরুদ্ধে ইতিবাচক সমালোচনাকে উৎসাহিত দিয়েছেন । তিনি বলেন,"কোনও শিল্পপতি যদি শাসকের বিরুদ্ধে কোনও সত্য বলেন, তাহলে তা ভালো । আপনারা আরও সমালোচনা করুন ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details