পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আজ কোরোনা নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

কোরোনা ভাইরাসের দাপটে কাঁপছে গোটা বিশ্ব । ভারতেও কোরোনায় আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 151 । কোরোনা নিয়ে সচেতনতা বাড়াতে এবার জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর ।

naredra modi
naredra modi

By

Published : Mar 19, 2020, 3:39 AM IST

Updated : Mar 19, 2020, 5:02 AM IST

দিল্লি, 19 মার্চঃ বৃহস্পতিবার রাত আটটায় কোরোনা নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তার আগে কোরোনা ভাইরাস মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠক করবেন তিনি । বুধবার টুইট করে একথা জানালেন প্রধানমন্ত্রী ।

এখনও পর্যন্ত ভারতে কোরোনায় আক্রান্ত হয়েছেন 151 জন । মৃত্যু হয়েছে 3 জনের । এই ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে মানুষকে সজাগ করতে সচেতনতামূলক প্রচার করার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার । তা নিয়েই আজ রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ।

সূত্রের খবর, এদিনের বৈঠকে ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে কী কী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত এবং আরও বেশি কোরোনা ভাইরাস পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা করা নিয়ে আলোচনা হতে পারে ।

প্রথমদিকে, বেসরকারি পরীক্ষাকেন্দ্রগুলিকে এর মধ্যে যুক্ত করায় অনিচ্ছা ছিল, যদিও এখন তাদের যুক্ত করার কথা ভাবছে সরকার । মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রক জানায়, এই "বেড়ে চলা পরিস্থিতি" মোকাবিলায় সব রকমভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে ।

ইতিমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান, শপিং মল, সিনেমা হল বন্ধ করা হয়েছে । স্থগিত রাখা হয়েছে সমস্ত পরীক্ষাও । পাশাপাশি বন্ধ রয়েছে পর্যটন কেন্দ্র, ত্রীড়া কর্মসূচি সহ একাধিক অনুষ্ঠান । কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়েছে কয়েকটি রাজ্য সরকারও । কোরোনা ভাইরাস মোকাবিলায় ভারতের প্রচেষ্টাকে প্রশংসা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।

Last Updated : Mar 19, 2020, 5:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details