পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সর্বোচ্চ, দেশে একদিনে কোরোনায় আক্রান্ত সংখ্যা 26 হাজার 506 - coronavirus

গত 24 ঘণ্টায় দেশে নতুন করে 26 হাজার 506 জন ব্যক্তির শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে ৷ মৃত্যু হয়েছে 475 জনের ৷

কোরোনায় আক্রান্ত
কোরোনায় আক্রান্ত

By

Published : Jul 10, 2020, 12:26 PM IST

দিল্লি, 10 জুলাই : প্রায় রোজ দিনই দেশে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা রেকর্ড ভাঙছে ৷ ফের নতুন করে রেকর্ড তৈরি করল 24 ঘণ্টায় দেশে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে 26 হাজার 506 জন ব্যক্তির শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে ৷ এ পর্যন্ত দেশে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে সাত লাখ 93 হাজার 802 ৷ দেশজুড়ে নতুন করে গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 475 জন কোরোনা আক্রান্তের ৷ এনিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21 হাজার 604 ৷

রাজ্যগুলির ক্ষেত্রে ভাইরাসের সংক্রমণের তালিকায় প্রথমস্থানে রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন 93 হাজার 673 জন৷ এপর্যন্ত মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ 27 হাজারের বেশি ৷ মৃত্যু হয়েছে 9 হাজারের বেশি মানুষের ৷

মহারাষ্ট্রের পাশাপাশি ভাইরাসের সংক্রমণের দিক থেকে এগিয়ে রয়েছে তামিলনাড়ু, দিল্লি, গুজরাত, উত্তরপ্রদেশ, কার্নাটক, তেলাঙ্গানা ৷ এই পর্যন্ত দেশে প্রায় চার লাখ 95 হাজারের বেশি কোরোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ৷ দেশে সুস্থ হয়ে ওঠার হার 62.42 শতাংশ ৷ অ্যামেরিকা ও ব্রাজ়িলের পর তৃতীয় স্থানে রয়েছে ভারত ৷

ABOUT THE AUTHOR

...view details