দিল্লি, 4 অক্টোবর : ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন(UPSC) পরিচালিত সিভিল সার্ভিস প্রিলিমিনারির আজ প্রথম পেপারের পরীক্ষা । কোরোনা আবহে তাই পরীক্ষাকেন্দ্রগুলিকে UPSC সামাজিক দূরত্ব বজায় রাখার ও কোভিড-19 সুরক্ষাবিধি অনুসরণ করার নির্দেশ দিয়েছেন । যদিও বেশিরভাগ কেন্দ্রগুলি নিয়মগুলি মেনে চলেছে এবং এমন দৃশ্য খুব কম ছিল যেখানে পরিস্থিতি আলাদা ।
বিদ্যামন্দির সিনিয়র সেকেন্ডারি স্কুল, আর্যনগর, বল্লভগড় ও ফরিদাবাদের পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, সামাজিক দূরত্ব মানা তো হচ্ছেই না, স্যানিটাইজ়েশন সুবিধাও নেই । এমনকী থার্মাল স্ক্রিনিংও করা হচ্ছে না । এক পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র ফরিদাবাদে । তিনি জানান, পরীক্ষাকেন্দ্রে কোথাও স্যানিটাইজ়ার দেখতে পাননি ।
পরীক্ষার্থীরা মাস্ক পরে এসেছে এবং সঙ্গে স্যানিটাইজ়ারও নিয়ে এসেছে । কিন্তু বেশিরভাগ পরীক্ষার্থী সামাজিক দূরত্ব মেনে চলেনি । এমনকী স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই খারাপ অবস্থায় । জানান আর এক পরীক্ষার্থী ।
কোরোনা আবহে UPSC-এর গুরুত্বপূর্ণ নির্দেশিকা