পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনাে আবহে সিভিল সার্ভিস প্রিলিমিনারির আজ প্রথম পেপারের পরীক্ষা - Union Public Service Commission

দেশ জুড়ে 72টি শহরে UPSC-এর সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা 2020-এর 2,569টি কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে । এ বছর 10.58 লাখেরও বেশি পরীক্ষার্থী UPSC প্রিলিমিনারি পরীক্ষার জন্য আবেদন করেছে ।

UPSC Civil service preliminary exam
UPSC Civil service preliminary exam

By

Published : Oct 4, 2020, 4:52 PM IST

দিল্লি, 4 অক্টোবর : ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন(UPSC) পরিচালিত সিভিল সার্ভিস প্রিলিমিনারির আজ প্রথম পেপারের পরীক্ষা । কোরোনা আবহে তাই পরীক্ষাকেন্দ্রগুলিকে UPSC সামাজিক দূরত্ব বজায় রাখার ও কোভিড-19 সুরক্ষাবিধি অনুসরণ করার নির্দেশ দিয়েছেন । যদিও বেশিরভাগ কেন্দ্রগুলি নিয়মগুলি মেনে চলেছে এবং এমন দৃশ্য খুব কম ছিল যেখানে পরিস্থিতি আলাদা ।

বিদ্যামন্দির সিনিয়র সেকেন্ডারি স্কুল, আর্যনগর, বল্লভগড় ও ফরিদাবাদের পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, সামাজিক দূরত্ব মানা তো হচ্ছেই না, স্যানিটাইজ়েশন সুবিধাও নেই । এমনকী থার্মাল স্ক্রিনিংও করা হচ্ছে না । এক পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র ফরিদাবাদে । তিনি জানান, পরীক্ষাকেন্দ্রে কোথাও স্যানিটাইজ়ার দেখতে পাননি ।

পরীক্ষার্থীরা মাস্ক পরে এসেছে এবং সঙ্গে স্যানিটাইজ়ারও নিয়ে এসেছে । কিন্তু বেশিরভাগ পরীক্ষার্থী সামাজিক দূরত্ব মেনে চলেনি । এমনকী স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই খারাপ অবস্থায় । জানান আর এক পরীক্ষার্থী ।

কোরোনা আবহে UPSC-এর গুরুত্বপূর্ণ নির্দেশিকা

মাস্ক পরা এবং নাক মুখ ঢেকে রাখা আবশ্যিক । মাস্ক ছাড়া কিংবা নাক মুখ ঢেকে না রাখলে প্রার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না ।

ট্রান্সপ্যারেন্ট বোতলে (ভেতরে কী আছে যাতে দেখা যায়) প্রার্থীদের হ্যান্ড স্যানিটাইজ়ার আনার অনুমতি দেওয়া হয়েছে ।

প্রার্থীদের পরীক্ষার হলে / কক্ষের পাশাপাশি পরীক্ষা কেন্দ্রের চত্বরে 'সামাজিক দূরত্ব' এবং কোভিড -19 সুরক্ষাবিধি অনুসরণ করতে হবে । নিজেদের স্বাস্থ্যে নজরও রাখতে হবে ।

উল্লেখ্য, দেশ জুড়ে 72টি শহরে UPSC-এর সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা 2020-এর 2,569টি কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে । এ বছর 10.58 লাখেরও বেশি পরীক্ষার্থী UPSC প্রিলিমিনারি পরীক্ষার জন্য আবেদন করেছে ।

ABOUT THE AUTHOR

...view details