পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আজ লে পরিদর্শনে সেনাপ্রধান - লাদাখের গালওয়ান উপত্যকা

গতকাল দিল্লিতে কমান্ডারদের সঙ্গে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একপ্রস্থ আলোচনা করেন সেনাপ্রধান।

image
সেনা প্রধান নারাভানে

By

Published : Jun 23, 2020, 5:22 AM IST

দিল্লি, 23 জুন : আজ লে পরিদর্শনে যাচ্ছেন ভারতীয় সেনাপ্রধান জেনেরাল মনোজ মুকুন্দ নারাভানে। পাশাপাশি তিনি কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখবেন। চিনা আগ্রাসনের আবহে LAC-তে ভারতীয় সেনার প্রস্তুতি খতিয়ে দেখবেন সেনাপ্রধান। অন্যদিকে কাশ্মীরে সমানে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। তাই সীমান্তে ভারতীয় নিরাপত্তাবাহিনীর প্রস্তুতি নিয়ে খোঁজখবর নেবেন সেনাপ্রধান।

গতকাল দিল্লিতে কমান্ডারদের সঙ্গে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একপ্রস্থ আলোচনা করেন সেনাপ্রধান। সেনা আধিকারিকদের সূত্রে খবর, দ্বিতীয় পর্যায়ের কনফারেন্সের জন্য সব কমান্ডার রাজধানীতে রয়েছেন। নর্দান ও ওয়েস্টার্ন ফ্রন্টের পরিচালন ব্যবস্থা নিয়ে 22-23 জুন দু'দিন ধরে কনফারেন্স চলছে দিল্লিতে। তারই ফাঁকে কমান্ডারদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান।

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও চিনা সেনার মধ্যে সামরিক উত্তেজনা চলছে । 15 জুন গালওয়ান ভ্যালিতে দু'পক্ষের মধ্যে লড়াইয়ে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন এবং 76 জন আহত হয়েছেন । সেনাসূত্রে খবর, এই সংঘর্ষে 45 জন চিনা সেনাকর্মীও হতাহত হয়েছেন ৷ ভারত-চিন উত্তেজনার মাঝে বেশ কিছু সামরিক বৈঠক হয়েছে । গতকালও কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। যদিও সেই বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে তা এখনও জানা যায়নি।

ABOUT THE AUTHOR

...view details