পটনা, 26 মে : ক্লাস টেনের ফলাফল প্রকাশ করল বিহার স্কুল এডুকেশন বোর্ড(BSEB) । অনলাইনে ফলাফল প্রকাশ করা হয় আজ । দুপুর 12 টা 30 মিনিটে ফলাফল ঘোষণা করেন BSEB-র সভাপতি আনন্দ কিশোর । রাজ্যের শিক্ষামন্ত্রী কৃষ্ণনন্দন ভার্মা ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন ।
অনলাইনে ক্লাস টেনের পরীক্ষার ফল প্রকাশ বিহার বোর্ডের - কোরোনা
আজ দুপুর 12 টা 30 মিনিটে ক্লাস টেনের বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেন BSEB-র সভাপতি আনন্দ কিশোর । রাজ্যের শিক্ষামন্ত্রী কৃষ্ণনন্দন ভার্মা ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন । বিহার বোর্ডের ওয়েবসাইটে গেলেই ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা ।
BSEB
17 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত বিহার বোর্ডের ক্লাস টেনের পরীক্ষা চলে । মোট 15.29 লাখ পড়ুয়া পরীক্ষা দেয় । যার মধ্যে 7.83 লাখ ছাত্রী রয়েছে ।
কোরোনার কথা মাথায় রেখে ফলাফল ঘোষণার জন্য কোনওরকম সাংবাদিক বৈঠক করা হয়নি । সমস্ত ফলাফল রাজ্যের এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয় । বিহার এডুকেশন বোর্ডের ওয়েবসাইট onlinebseb.in ও biharboardonline.com -এ ক্লাস টেনের ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা ।