পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গ্রামে জলসংকট, পাহাড় কেটে নালা বানালেন মহিলারা - Madhya Pradesh village news

মধ্যপ্রদেশের আঙ্গরোথা গ্রামের জলসংকট দূর করতে মহিলারাই উদ্যোগ নেন । গ্রামের জলাশয়ে জলপ্রবেশের জন্য 18 মাস ধরে একটি পাহাড় কেটে নালা বানিয়েছেন তাঁরা । জলের ঘাটতি মেটাতে অনেকটাই সাহায্য করবে এই নালা।

Aa
Aa

By

Published : Sep 27, 2020, 4:55 PM IST

ছতরপুর (মধ্যপ্রদেশ), 27 সেপ্টেম্বর : গ্রামে প্রবল জল সংকট । প্রশাসনের পক্ষ থেকেও নেই কোনও হেলদোল । জলসংকট মেটাতে তাই মাঠে নেমে পড়েন গ্রামের মহিলারাই । গ্রামে জলের ঘাটতি মেটাতে উদ্যোগ নেন তাঁরাই । হাতে হাত লাগিয়ে টানা 18 মাস ধরে পরিশ্রম করে বানিয়ে ফেলেন একটি নালা । আঙ্গরোথা গ্রামের 250 জন মহিলা বৃষ্টির জল গ্রামের জলাশয়ে প্রবেশের জন্য পাহাড় কেটে নালা তৈরি করেন । সেই নালা এসে মিলিত হয়েছে গ্রামের একটি জলাশয়ে ।

ববিতা রাজপুত নামে স্থানীয় এক মহিলা বলেন, “ গ্রামে জলের সমস্যা মেটাতে আমরা 18 মাস ধরে টানা কাজ করে গিয়েছি । বন-জঙ্গলে জমা হওয়া বৃষ্টির জল যাতে সহজে গ্রামে বয়ে আসতে পারে তার জন্য নালা তৈরি করেছি আমরা । প্রথমে গ্রামের মহিলারা মিলে একটা দল তৈরি করি । সিদ্ধান্ত নেওয়া জলসংকট মেটাতে আমরা পাহাড় কেটে আধা কিলোমিটার রাস্তা তৈরি করব । এই রাস্তা দিয়ে গ্রামের জলাশয়ে জল প্রবেশ করবে ।”

আঙ্গরোথা গ্রামের বিবিতাবাঈ আদিবাসী বলেন, "গ্রামে জলসংকট মেটাতেই আমরা এই কাজ করেছি । জলের সমস্যার জন্য চাষের কাজ করতে পারছিলাম না । গবাদি পশুরাও পর্যাপ্ত জল পাচ্ছে না । তাই জলের ঘাটতি মেটাতে গ্রামের 250 জন মহিলা মিলে একটা নালা তৈরি করি । বৃষ্টির জমা জল সহজে এই নালা দিয়ে বয়ে এসে গ্রামের জলাশয়ে মিশতে পারবে । 18 মাস ধরে আমরা এই নালা তৈরির কাজ করেছি ।"

রাম রতন সিং রাজপুত নামে গ্রামের অন্য এক বাসিন্দা জানান, "আঙ্গরোথা গ্রামে জলের সমস্যা দূর করতে 18 মাস ধরে গ্রামের মহিলারা কাজ করেছেন । জল প্রবেশের জন্য তাঁরা একটি পাহাড় কেটে নালা তৈরি করেন । জল প্রবেশে যাতে বাধা না হয় তার জন্য মহিলারা রাস্তার পাথর সরানোরও কাজও করেছেন ।"

ABOUT THE AUTHOR

...view details