ছতরপুর (মধ্যপ্রদেশ), 27 সেপ্টেম্বর : গ্রামে প্রবল জল সংকট । প্রশাসনের পক্ষ থেকেও নেই কোনও হেলদোল । জলসংকট মেটাতে তাই মাঠে নেমে পড়েন গ্রামের মহিলারাই । গ্রামে জলের ঘাটতি মেটাতে উদ্যোগ নেন তাঁরাই । হাতে হাত লাগিয়ে টানা 18 মাস ধরে পরিশ্রম করে বানিয়ে ফেলেন একটি নালা । আঙ্গরোথা গ্রামের 250 জন মহিলা বৃষ্টির জল গ্রামের জলাশয়ে প্রবেশের জন্য পাহাড় কেটে নালা তৈরি করেন । সেই নালা এসে মিলিত হয়েছে গ্রামের একটি জলাশয়ে ।
ববিতা রাজপুত নামে স্থানীয় এক মহিলা বলেন, “ গ্রামে জলের সমস্যা মেটাতে আমরা 18 মাস ধরে টানা কাজ করে গিয়েছি । বন-জঙ্গলে জমা হওয়া বৃষ্টির জল যাতে সহজে গ্রামে বয়ে আসতে পারে তার জন্য নালা তৈরি করেছি আমরা । প্রথমে গ্রামের মহিলারা মিলে একটা দল তৈরি করি । সিদ্ধান্ত নেওয়া জলসংকট মেটাতে আমরা পাহাড় কেটে আধা কিলোমিটার রাস্তা তৈরি করব । এই রাস্তা দিয়ে গ্রামের জলাশয়ে জল প্রবেশ করবে ।”