দিল্লি, 13 জুন : জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ এবার দিল্লিতেও । হেলমেট ও ব্যান্ডেজ পরে প্রতিবাদের পথে হাঁটলেন দিল্লির AIIMS (অল ইন্ডিয়া ইন্সস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস)-র ডাক্তাররা । পাশাপাশি, আগামীকাল কালো ব্যাজ পরে দেশজুড়ে প্রতিবাদে নামবেন ডাক্তাররা । জানালেন, IMA (ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন)-র সাধারণ সম্পাদক ।
NRS-এ জুনিয়র ডাক্তারদের হেনস্থা ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য-রাজনীতি । জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ও আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে । একদিকে, কাজে যোগ না দিলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর । অন্যদিকে, মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলেন আন্দোলনকারীরা । দু'য়ে মিলে প্রশাসন বনাম জুনিয়র ডাক্তারদের সংঘাত চরমে উঠেছে । এরই মধ্যে আজ রাজ্যপালের সঙ্গে দেখা করেন জুনিয়র ডাক্তাররা । পেশ করেন তাঁদের দাবিপত্রও ।
এই সংক্রান্ত খবর :"প্লিজ়, রোগীদের দেখুন", SSKM-এর ডাক্তারদের চিঠি মুখ্যমন্ত্রীর