পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাড়িতে আবর্জনা পৃথকীকরণ; দিশা দেখাচ্ছে দেরাদুন

উত্তরাখণ্ডের দেরাদুনের কেওয়াল বিহার কলোনির বাসিন্দারা নিজেরাই বাড়িতে আবর্জনা পৃথকীকরণ পদ্ধতি চালু করেছেন ৷ শুষ্ক ও আর্দ্র বর্জ্য পৃথক করে, পচিয়ে জৈব সার তৈরি করেন ৷ শুধু তাই নয়, সিঙ্গল ইউজ় প্লাস্টিক বর্জ্য ও সংগ্রহ করেন তাঁরা ৷ সেগুলিকে রাস্তা নির্মাণের কাজে ব্যবহার করা হয় ৷ এছাড়াও ইন্ডিয়ান পেট্রোলিয়াম ইনস্টিটিউটে পাঠানো হয়, ডিজ়েল তৈরির উপাদান হিসেবে ব্যবহার করা হয় ৷

to make colony plastic free residents of Kewal Vihar colony take initiative
আশিস গর্গ

By

Published : Jan 6, 2020, 8:10 AM IST

দেরাদুন, 6 জানুয়ারি : স্বচ্ছ ভারত মিশনের অধীনে দেশজুড়ে সরকারি তরফে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে ৷ কিন্তু সরকারি সাহায্য ছাড়াই দেশকে স্বচ্ছ রাখতে দিশা দেখাচ্ছেন উত্তরাখণ্ডের দেরাদুনের কেওয়াল বিহারের বাসিন্দারা ৷

কলোনির বাসিন্দারা নিজেরাই বাড়িতে আবর্জনা পৃথকীকরণ পদ্ধতি চালু করেছেন ৷ শুষ্ক ও আর্দ্র বর্জ্য পৃথক করে, পচিয়ে জৈব সার তৈরি করেন ৷ শুধু তাই নয়, সিঙ্গল ইউজ় প্লাস্টিক বর্জ্য ও সংগ্রহ করেন তাঁরা ৷ সেগুলিকে রাস্তা নির্মাণের কাজে ব্যবহার করা হয় ৷ এছাড়াও ইন্ডিয়ান পেট্রোলিয়াম ইনস্টিটিউটে পাঠানো হয়, ডিজ়েল তৈরির উপাদান হিসেবে ব্যবহার করা হয় ৷

কলোনির এক বাসিন্দা আশিস গর্গ জানান, বছরখানেক আগে স্বচ্ছ ভারত মিশন তাঁকে অনুপ্রাণিত করে৷ বাড়ি বাড়ি গিয়ে কলোনির অন্যান্য বাসিন্দাদের তিনি বোঝাতে শুরু করেন শুষ্ক ও আর্দ্র বর্জ্য কীভাবে পৃথক করে, পচিয়ে জৈব সার তৈরি করা যায় ৷ শুধু তাই নয় তিনি কলোনি থেকে সিঙ্গল ইউজ় প্লাস্টিক বর্জ্যও সংগ্রহ করতেন ৷ সেগুলিকে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলে জমিয়ে রাখতেন ৷ বোতলগুলিকে রাস্তা নির্মাণের কাজে ইট হিসেবে ব্যবহার করা হত ৷ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়ামে ডিজ়েল তৈরির কাঁচামাল হিসেবেও ব্যবহার করা হত ৷

জ়িরো ওয়েস্ট জ়োন দেরাদুনের কেওয়াল বিহার কলোনি

আশিসবাবু ও তাঁর বন্ধুদের এই প্রচেষ্টা পথ দেখিয়েছে কলোনির অন্যান্য বাসিন্দাদের ৷ সম্প্রতি জ়িরো ওয়েস্ট জ়োন কেওয়াল কলোনিকে দুন স্মার্ট সিটির তরফে পুরস্কৃত করা হয়েছে ৷ স্বচ্ছতার জন্য প্রথম পুরস্কার দেওয়া হয়েছে ৷

আশিসবাবু বলেন, "সরকারি আধিকারিকদের ভুলভ্রান্তি না ধরে দেশকে স্বচ্ছ রাখতে আমাদেরও এগিয়ে আসা উচিত ৷ " এছাড়াও এলাকাকে পলিব্যাগ মুক্ত রাখতে কলোনির মহিলারা পুরোনো বিছানার চাদর ও পর্দা দিয়ে বানিয়েছেন প্রায় 1500 কাপড়ের ব্যাগ ৷ স্থানীয় দোকানদার, সবজি বিক্রেতাদের সেই ব্যাগগুলি দেওয়া হয়েছে , যাতে তাঁরাও পলিব্যাগের ব্যবহার বন্ধ করেন ৷

ABOUT THE AUTHOR

...view details