বেতুল (মধ্যপ্রদেশ), 10 জানুয়ারি : এলাকায় প্লাস্টিকের ব্যবহার কমাতে মধ্যপ্রদেশের বেতুল পৌরনিগম একটি বাসন ব্যাঙ্ক চালু করেছে ৷ বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষ্যে এই ব্যাঙ্ক থেকে সাধারণ মানুষকে বাসন ধার দেওয়া হয় ৷ লক্ষ্য একটাই, মানুষ যাতে প্লাস্টিকের তৈরি গ্লাস, চামচ, থালা ইত্যাদি সামগ্রীর ব্যবহার বন্ধ করে ৷ আর তা হলে শহরের বিভিন্ন এলাকার আবর্জনা স্তূপে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ কমবে ৷
বেতুল পৌরনিগমের সভাপতি অলকেশ আর্য ও CMO প্রিয়াঙ্কা সিং বলেন, "ব্যবহারের পর মানুষ প্লাস্টিকের প্লেট ফেলে দেয় ৷ পৌরনিগমের এই উদ্যোগের ফলে স্থানীয়রা প্লাস্টিকের পরিবর্তে স্টিলের বাসনের ব্যবহার শুরু করেছে ৷"