পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্লাস্টিকের ব্যবহার কমাতে বাসন ব্যাঙ্কের উদ্যোগ বেতুল পৌরনিগমের

বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষ্যে স্থানীয়রা এই বাসন ব্যাঙ্ক থেকে বিনামূল্যে বাসন ধার করে নিয়ে যায় ৷ শুধু সিকিউরিটি ফি হিসেবে সামান্য অংকের টাকা জমা করতে হয় ৷ পৌর আধিকারিকদের আশা এরফলে কমবে সিঙ্গল ইউজ় প্লাস্টিকের তৈরি সামগ্রীর ব্যবহার ৷

to cut down use of plastic initiative to create utensils bank by Betul Municipal Corporation
বাসন ব্যাংক

By

Published : Jan 11, 2020, 9:48 AM IST

Updated : Jan 11, 2020, 10:34 AM IST

বেতুল (মধ্যপ্রদেশ), 10 জানুয়ারি : এলাকায় প্লাস্টিকের ব্যবহার কমাতে মধ্যপ্রদেশের বেতুল পৌরনিগম একটি বাসন ব্যাঙ্ক চালু করেছে ৷ বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষ্যে এই ব্যাঙ্ক থেকে সাধারণ মানুষকে বাসন ধার দেওয়া হয় ৷ লক্ষ্য একটাই, মানুষ যাতে প্লাস্টিকের তৈরি গ্লাস, চামচ, থালা ইত্যাদি সামগ্রীর ব্যবহার বন্ধ করে ৷ আর তা হলে শহরের বিভিন্ন এলাকার আবর্জনা স্তূপে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ কমবে ৷

বেতুল পৌরনিগমের সভাপতি অলকেশ আর্য ও CMO প্রিয়াঙ্কা সিং বলেন, "ব্যবহারের পর মানুষ প্লাস্টিকের প্লেট ফেলে দেয় ৷ পৌরনিগমের এই উদ্যোগের ফলে স্থানীয়রা প্লাস্টিকের পরিবর্তে স্টিলের বাসনের ব্যবহার শুরু করেছে ৷"

যদিও এই পরিষেবা ফ্রি ৷ শুধু নিরাপত্তা খাতে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা জমা করতে হয় বাসন ধার নেওয়ার আগে ৷ পৌরনিগমের কর্মচারীরা ব্যাঙ্ক তৈরির সময় স্বেচ্ছায় নিজেদের এক মাসের বেতন দান করেছিলেন ৷ পাশাপাশি স্থানীয়রা প্রত্যেকে 100 টাকা করে দিয়েছিলেন ৷

পরিবেশকে প্লাস্টিকমুক্ত করতে মধ্যপ্রদেশের বেতুল পৌরনিগম তৈরি করেছে একটি বাসন ব্যাংক

আধিকারিকদের মতে, পৌরনিগমের এই প্রয়াস স্থানীয়দের সিঙ্গল ইউজ় প্লাস্টিকের তৈরি বিভিন্ন সামগ্রীর ব্যবহার থেকে বিরত রাখবে ৷

Last Updated : Jan 11, 2020, 10:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details