মুম্বই, 12 ডিসেম্বর : 80-তে পা দিলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি সুপ্রিমো শরদ পাওয়ার । মহারাষ্ট্রের রাজনীতিতে 'চাণক্য'-র ভূমিকা ও মহারাষ্ট্রে ক্ষমতায় আসার পর আজ অভিনব উপায়ে তাঁর জন্মদিন পালন করলেন NCP-র কর্মী-সমর্থকরা । জন্মদিনে আগ্নিমূল্য পিঁয়াজ বিলি করলেন জলের দামে ।
আজ মহারাষ্ট্রের পিমপিরি ছিনছোরে NCP কর্মী-সমর্থকরা শরদ পাওয়ারের জন্মদিনে একটি অনুষ্ঠানে আয়োজন করেন । যেখানে NCP সুপ্রিমোর 80 তম জন্মদিনে 80 পয়সা প্রতি কেজি পিঁয়াজ বিক্রি করা হয় । যা নিতে রীতিমতো লাইন পড়ে যায় এলাকায় ।